DA News: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, মহার্ঘ ভাতা ৩ শতাংশ বেড়ে ৪৫ শতাংশ হতে পারে। জানুন সত্যিটা।

কেন্দ্রীয় সরকারের কর্মীরা নিয়মমাফিক জুলাই মাসে ডিএ বা মহার্ঘ ভাতা পান। এই DA এর জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। DA কবে পাবেন তা জানা না গেলেও সূত্র অনুযায়ী খুব শিগগিরই এই নিয়ে ঘোষণা হতে পারে। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্র ফের ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।

জুলাইতে খুচরো মুল্যস্ফীতি ১৫ মাসে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে কেন্দ্র ৩ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৪৫ শতাংশ ডিএ দিতে পারে বলে অনুমান করা হচ্ছে। বৃদ্ধির হার ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, সর্বশেষ গ্রাহক মূল্য সূচক (CPI-IW)-এর ভিত্তিতে কেন্দ্র সরকারের কর্মী এবং পেনশনভোগীদের ডিএ গণনা করা হয়। এই সূচক শ্রম ব্যুরো জারি করে। সহজ ভাষায়, শ্রম ব্যুরো প্রতি মাসে All India Consumer Price Index Data প্রকাশ করে এবং এর ভিত্তিতেই কত ডিএ বাড়বে তার সিদ্ধান্ত নেওয়া হয়।

All India Railway Man Federation এর সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্রের বক্তব্য উল্লেখ করে পিটিআই জানিয়েছে, ‘জুন ২০২৩-এর CPI-IW ৩১ জুলাই, ২০২৩-এ প্রকাশিত হয়েছিল৷ আমরা ৪ শতাংশ পয়েন্ট ডিএ বৃদ্ধির দাবি করছি। তবে সরকার ৩ শতাংশ পয়েন্ট ডিএ বাড়াতে পারে বলে অনুমান’।

এছাড়াও তিনি বলেন যে, ‘অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ রাজস্ব প্রভাব সহ ডিএ বৃদ্ধির প্রস্তাব তৈরি করবে। তারপর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পেশ করা হবে। এরপর সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে’।

বর্তমানে সরকারি কর্মচারী এবং পেনশনভোগী কর্মচারী রয়েছেন এক কোটিরও বেশি। সকলকে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পান এবং পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়। নিয়ম অনুযায়ী বছরের মধ্যে দুবার অর্থাৎ জানুয়ারি এবং জুলাইতে DA বৃদ্ধি করা হয়।

চলতি বছরে শেষ DA বৃদ্ধি করা হয় মার্চ মাসে। ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করেছিল কেন্দ্র, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। সূত্র অনুযায়ী বর্তমান মূল্যস্ফীতির হারের পরিপ্রেক্ষিতে পরবর্তী ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করা হবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top