বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে পুরনো পাঁচ টাকার কয়েন, কারণ জানেন কি?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে ভারতে বন্ধ হতে চলেছে পুরনো 5 টাকার কয়েন। আপনারা চাইলে সরাসরি ব্যাংকে গিয়েও টাকা জমা করে দিতে পারেন , তবে এখনই এই কয়েনের ব্যবহার বন্ধ করা হচ্ছে না।

আপাতত একপ্রকার বাধ্য হয়ে এই বাজার থেকে পাঁচ টাকার পুরনো কয়েনগুলি তুলে নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক সময় বাজারে রমরমিয়ে চলত ৫ টাকার নোট এবং পাঁচ টাকার কয়েন। তবে যত দিন যাচ্ছে এই কয়েনগুলি আর সেরকম ভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 5 টাকার কয়েনগুলি ছোট এবং পাতলা করে দেওয়া হয়েছিল।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিদ্ধান্তে রূপলি রংয়ের ৫ টাকার কয়েনের বদলে বাজারে আসে সোনালী রঙের পাঁচ টাকার কয়েন। এই কয়েনগুলি আগের কয়েনগুলির তুলনায় বেশ অনেকটাই পাতলা। কয়েনগুলি পাতলা হবার কারণে আমজনতার বেশ সমস্যার মধ্যেও পড়তে হয়। অনেকেই এক টাকা বা দু টাকার কয়েনের সাথে পাঁচ টাকার কয়েন গুলিয়ে ফেলেন।

ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচানোর জন্য ৫ টাকার কয়েন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের ৫ টাকার কয়েনগুলি বাংলাদেশে পাচার হয়ে যেত অনৈতিক কাজের জন্য। এমনকি কয়েনগুলি এখনও বাংলাদেশে পাচার হয়।

বাংলাদেশ এমন একটি পাঁচ টাকার কয়েন গলিয়ে তৈরি করা হয় তিনটে ব্লেড যেগুলির বাজার মূল্য প্রায় দুই টাকা করে। সেই ব্লেড এদেশে বিক্রি করা হচ্ছিল, যার জন্য অর্থনীতিতে ধাক্কা খেতে পারতো ভারত। আগে ৫ টাকার কয়েনের মূল্য পাঁচ টাকা হলেও সেটিতে যে ধাতু থাকতো তার মূল্য ছিল প্রায় ৬ টাকা থেকে ৮ টাকা। কয়েন বদলে ফেলার পর বাংলাদেশের এই চক্র বন্ধ হয়ে যায়।

এর আগেও বেশ কয়েকবার ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশ কিছু সিদ্ধান্তে আমূল পরিবর্তন আনা হয়েছিল। এতে করে গ্রাহকদের কিছুদিন সমস্যার মধ্যে পড়তে হলেও, দেশের উন্নতির জন্যই এই পদক্ষেপগুলি নেওয়া হয়।

Scroll to Top