‘খুশির হাঁড়ি নিয়ে ফেরি করে যায় বলো কে, বলো কে..’ অল্প দুষ্টু আর ভীষণ মিষ্টি মিঠাই রানী কিন্তু এই কয়েক বছরে মানুষের মন জিতে নিয়েছে। এমনিতেই বাঙালি মিষ্টি প্রেমী, তারওপর দুষ্টু মিষ্টি মিঠাইয়ের কারবারে তাঁদের যেন আনন্দের কমতি হয় না। কিন্তু সকলের প্রিয় ‘মিঠাই’ ধারাবাহিক নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে নানারকম জলঘোলা। যদিও সত্যতা সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানা যাচ্ছে না।
২০২১ এর জানুয়ারি মাসে, জি বাংলায় সন্ধ্যে আটটার সময় মিষ্টির হাঁড়ি বাঙালির অন্দরমহলে ঢুকেছিল সবার নয়নের মনি, মিঠাই’। পথ চলা শুরু। অমসৃণ, চড়াই উৎরাই পেরিয়ে কিন্তু মিঠাই রানী সকলের মনে তাঁর রাজত্ব প্রতিষ্ঠিত করেন। কিন্তু বাধ সাধল টিআরপি। প্রথম থেকে ভালই ছিল এই ধারাবাহিকের জনপ্রিয়তা। কিন্তু সময়ের স্রোতে তাতেও ভাটা তৈরি হয়েছে।

সম্প্রতি টিআরপি এতই তলানিতে ঠেকেছে যে কানাঘুষো শোনা যাচ্ছে, সময় পরিবর্তন হতে পারে এই ধারাবাহিকের সম্প্রচারের। শুধু তাই নয়, আরও একটি বিশাল পরিবর্তন নাকি হতে পারে, যা নিয়ে অনুগামীরাও বেশ চিন্তিত। একাংশ ‘মিঠাই’প্রেমী বলছেন, এই ধারাবাহিকের গল্পের কোনও গ্রাফ নেই আর, একঘেয়ে হয়ে যাচ্ছে। তাই নির্মাতারা ঠিক করেছেন ধারাবাহিকের গল্প কয়েক বছর এগিয়ে নিয়ে যাবেন। অনেক নতুন চরিত্রের আগমন হলেও, অনেক চরিত্রকে বিদায় জানাতে হবে। যেমন মিঠাইয়ের ঠাম্মি আর দাদুর চরিত্র দুটি। অত বছর পর তাঁদের চরিত্রকে মৃত হিসেবে দেখানো হবে।

এমনটা শোনা গেলেও, এখনও চূড়ান্ত কিছু বিবেচনা হয়নি। তবে এইটুকুতেই অনুরাগীরা মর্মাহত হয়ে পড়েছেন। স্মৃতির পাতায়ই মিঠাই ধারাবাহিকের প্রত্যেক চরিত্র যে উজ্জ্বল থাকবে, এই তাঁদের বিশ্বাস।