প্ল্যাটফর্মে Reels বানানোয় নিষেধাজ্ঞা রেলের, জেনে নিন কি কি শাস্তি হতে পারে।

এখনকার প্রজন্ম ভাইরাল হবার জন্য অনেক ধরনের কাজ করে থাকে। সোশ্যাল মিডিয়াতে লাইক, ফলোয়ার এবং সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য একাধিক জায়গায় গিয়ে তারা বিভিন্ন রকম ভিডিও তৈরি করে। তার সাথে নতুন সংযুক্ত হয়েছে ফেসবুক এবং instagram এর রিল।

ট্রেন্ডিং গান হোক বা অন্য কিছু, বর্তমান প্রজন্ম রিল জিনিসটার সাথে অত্যন্ত অতোপ্রতভাবে জড়িয়ে পড়েছে। রাস্তা, ফাঁকা ছাদ, স্টেশন, সমুদ্র সহ আর কোন জায়গাতেই রিল বানাতে আর বাকি নেই। তবে সম্প্রতি রিলস বানানো নিয়ে কঠোর হলো ভারতীয় রেল।

অনেক সময় দেখা যায় পরিস্থিতি না দেখেই অনেকেই প্ল্যাটফর্মের ওপর ছবি তোলেন বা নিজেদের ভিডিও করেন। অনেকে প্ল্যাটফর্মে ভিড়ের মধ্যে বা ট্রেনের মধ্যেও নাচানাচি করে থাকেন। অনেক সময় দেখা গেছে রিলস ভিডিও তৈরি করার সময় বিভিন্নভাবে বিপদের মধ্যে পড়তে হয়েছে অনেককেই। অনেক সময় রেলের ট্রাক বা প্লাটফর্ম এর কাছে রিল বানানো বা সেলফি তোলার জন্য বড়সড় বিপদ হবার ঘটনার সামনে এসেছে। মৃত্যুও ঘটেছে অনেক ছেলে-মেয়ের। এই বিষয়েই কড়া হলো ভারতীয় রেল।

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী রেলওয়ে ট্র্যাক বা প্লাটফর্ম এর পাশে সেলফি তোলা আইনত শাস্তিযোগ্য অপরাধ। 145 এবং 147 ধারা অনুযায়ী, রেল ট্রাক বা প্লাটফর্ম এর পাশে সেলফি তোলা দণ্ডনীয় অপরাধ।

এই ভুল করলে কোন ব্যক্তির সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং তার সাথে ছয় মাস জেলও হতে পারে।

সম্প্রতি উত্তরপূর্ব রেলওয়ে রিল বানানো বা সেলফি তোলা নিয়ে যাত্রীদের সতর্ক করেছে। টুইটের মাধ্যমে রেল জানিয়েছে যে নিজের জীবন কখনো বিপদের মধ্যে ফেলবেন না।

এর আগে দেশের বিভিন্ন প্রান্তে মেট্রো রেলস্টেশন গুলিতে মোবাইলে রীল বানানো নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ ট্রেন গুলিতে এই নিয়ম এখনো পর্যন্ত চালু করা হয়নি। অনেক সময় দেখা যায় চলন্ত ট্রেনের মধ্যে বা ভিড়ের মধ্যে অনেকে রিল বানান এবং তার জন্য অস্বস্তিতে পড়তে হয় অন্যান্য সাধারণ যাত্রীদের।

Scroll to Top