আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে কোন মোবাইল? নম্বর ভুলে গেছেন? এভাবে জানুন।

অনেক আধার কার্ড গ্রাহক রয়েছেন যারা ভুলে যান যে, তাদের আধার কার্ডটির সাথে কোন মোবাইল নম্বরটি (Aadhaar link Mobile Number) লিংক করা আছে। বিভিন্ন সময় আমাদের আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নাম্বারটি দরকার হয়। অনেক সময় কোন বিশেষ ফর্ম ফিলাপের ক্ষেত্রে,অনেক সময় বা কোনো রকম সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমাদের আধারের OTP দরকার হয় সেক্ষেত্রই দরকার পড়ে মোবাইল নম্বরটি। তবে অনেক গ্রাহকে রয়েছেন যারা ভুলে যান যে তাদের আধার কার্ডের সাথে তাদের কোন নম্বরটি লিংক করা আছে এবং পরবর্তীকালে তাদের বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়তে হয়।

আধার কার্ড গ্রাহকদের এই সমস্যা দূর করার জন্য ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নতুন একটি পরিষেবার চালু করেছে। তারা বহুদিন ধরে এমন অভিযোগ পাচ্ছিলেন যে, গ্রাহকেরা তাদের আধার কার্ডের সাথে লিংক করা মোবাইল নাম্বার ভুলে গেছেন। তাই গ্রাহকদের সাহায্য করতে নতুন একটি সুবিধা লঞ্চ করা হলো আধার অথরিটির পক্ষ থেকে।

এই পদ্ধতিতে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটি লিংক করা আছে।

১. UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

২. লিংক: https://myaadhaar.uidai.gov.in

৩. সরাসরি mAadhaar অ্যাপটি থেকেই আপনারা এই কাজটি করতে পারবেন।

এখানে Verify Email/Number অপশনে ক্লিক করতে হবে।

এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড সাবমিট করার পর Send OTP অপশনে ক্লিক করতে হবে।

গ্রাহকদের মোবাইল নাম্বার যদি আধার কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে এই ওয়েবসাইট থেকে আপনারা তখনই জেনে নিতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে লিংক করা নেই। যদি আধার কার্ডের সাথে নম্বরটি লিংক করা থাকে, তাহলে তখনই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।

এভাবে খুব সহজেই আপনারা জেনে নিতে পারবেন যে আপনাদের আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বারটি লিংক করা আছে।

Scroll to Top