পিছিয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। জেনে নিন বিশদে।

ছাত্রজীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করেছে পর্ষদ। এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও ঘোষণা করেছেন ১৯শে মে।

স্বাভাবিক ভাবেই মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সেই অনুযায়ী মে মাসের তৃতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা চলছিলো।

কিন্তু এখনো পর্যন্ত পর্ষদের তরফে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করা হয়নি। স্বাভাবিক ভাবে যদি মাধ্যমিকের পরে ফলাফল প্রকাশ পায় উচ্চমাধ্যমিক পরীক্ষার তাহলে এতদিনে দিন ঘোষণা করার কথা।

সূত্র অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন মে মাসের চতুর্থ সপ্তাহ অথবা জুন মাসের ১০ তারিখের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফলের দিন ঘোষণা হতে পারে। যদিও এখনো কোনো নিশ্চয়তা নেই।

তবে যেহেতু এখনো অবধি পর্ষদ থেকে ঘোষণা করেনি কিছু তাই এই তথ্যটাকেই সঠিক মনে করা হচ্ছে। এখন যতদিন না পর্ষদ কিছু সিদ্ধান্ত জানাচ্ছে, ততদিন অবধি ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে হবে।

Scroll to Top