বাংলা থেকে আর কত দূরে ঘূর্ণিঝড় ‘মোচা’? বাংলায় এর প্রভাব কেমন হতে পারে? কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’। অনেকে এটিকে ‘মোকা’ ও বলছেন। সে যাই হোক, এবার বাংলার বুকেও এর খেল দেখতে চলেছে মানুষ। কি বলছে আবহাওয়া দপ্তর? কবে আসছে সে?

সোমবার অর্থাৎ আজ এই ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। সোমবার থেকেই প্রভাব পড়বে আন্দামানে। ঘূর্ণাবর্তটি শেষমেশ ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে।

সোমবার থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে দোসর হবে বৃষ্টি। হাওয়ার গতি সর্বোচ্চ ৫০ কিমি প্রতি ঘণ্টা থাকতে পারে। সকলকে সাবধান করা হয়েছে উপকূলীয় বাসিন্দাদের।

১০ই মে মধ্য বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গ অথবা ওড়িশায় আছড়ে পড়তে পারে এটি। সুতরাং বাংলার মানুষকে সচেতন করা হচ্ছে মোচার আগামবার্তা দিয়ে।

বর্তমানে বাংলা থেকে প্রায় ১৫০০ কিমি দূরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি। ৮ মে সকালের দিকে সেটি নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। তারপরেই শুরু হবে এর খেলা।

ওড়িশা, পশ্চিমবঙ্গ নাকি তামিলনাড়ু, কোন রাজ্যের উপকূলে আছড়ে পড়বে মোচা, তা নিয়ে এখনও সংশয়ে হাওয়া অফিস। এমনকী, হাওয়ার সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে, তা নিয়েও কিছু জানানো হয়নি এখনও।

তবে যেখানেই আছড়ে পড়ুক না কেনো; সব এলাকার মানুষকেই সাবধানে থাকতে বলা হচ্ছে। মৎস্যজীবীরা এই সময় একদমই সমুদ্রে যাবেন না।

Scroll to Top