ব্রেকআপ হলে পাবেন মোটা অংকের টাকা। এই পলিসির কথা জানেন?

ব্রেকআপ(Breakup) থেকে কি টাকা উপার্জন করা সম্ভব? হয়তো এই প্রশ্নটা কারো মাথাতে সেরকম ভাবে আসেনি। তবে এটা সত্যি যে আপনি ব্রেকআপ এর মাধ্যমে বেশ মোটা অংকের টাকা উপার্জন করে নিতে পারবেন। আজকালকার ছেলেমেয়েদের মধ্যে ব্রেকআপ খুব কমন জিনিস। কয়েক মাস সম্পর্ক যদি না যেতেই ব্রেকআপ হয়ে যায় তাদের মধ্যে। তবে ব্রেকআপের মাধ্যমেও যে বেশ মোটা অংকের টাকা উপার্জন করে নেওয়া যায়, সে ধারণাটা সম্পূর্ণ নতুন।

সম্প্রতি কিছুদিন আগে একটি ছেলে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে জানিয়েছিল যে, ব্রেকআপের পর তিনি মোটা অংকের টাকা পেয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্টে। কেন তিনি টাকাটি পেয়েছেন সেটিও পোস্টে বিস্তারিত জানানো ছিল।

এই ঘটনার পর আরো অনেকের মনেই প্রশ্ন জেগেছে তাহলে তারাও কি ব্রেকআপের পর মোটা অংকের কোন টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে? অসম্ভব নয়। চাইলে আপনার ও এই একই সুবিধা হতে পারে।

বেশ কিছু ইন্সুরেন্স কোম্পানি(Breakup Insurance) আছে যারা প্রেমিক প্রেমিকাদের ব্রেকআপ ইন্সুরেন্স করিয়ে রাখেন। এখানে প্রত্যেককেই প্রতি মাসে নির্দিষ্ট একটি অ্যামাউন্টের টাকা জমা করতে হয়। এমনভাবে মাসের পর মাস বা বছরের পর বছর টাকা জমতে থাকে।

পরবর্তীকালে যদি দুজনের মধ্যে বিচ্ছেদ হয় তাহলে যে cheated হয়েছে , বা যার মন ভাঙলো সে পুরো টাকাটাই পাবেন তার ব্যাংক অ্যাকাউন্টে। অন্যদিকে কেউ যদি দ্বিতীয় সম্পর্কে জড়িয়ে যায় বা দ্বিতীয় ব্যক্তিকে চিট করে থাকে তাহলে সে কোন টাকাই পাবে না।

শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি যে এমন ধরনের বেশ কয়েকটি ইন্সুরেন্স কোম্পানি আছে যারা প্রেমিক প্রেমিকাদের এমন ব্রেকআপ ইন্সুরেন্স করিয়ে থাকেন।

আপনারা যদি গুগলে এমন ধরনের ইন্সুরেন্স এর সম্পর্কে সার্চ করেন তাহলে বেশ কয়েকটি এমন পলিসি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তবে যে কোন জায়গায় টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সেই ওয়েবসাইট বা প্লাটফর্মটির ব্যাপারে বিশদে জেনে নিন, বিশ্বাসযোগ্য কিনা যাচাই করুন। তারপরেই টাকা বিনিয়োগ করুন।

Scroll to Top