• Please enable News ticker from the theme option Panel to display Post

কুসংস্কারের মুখে ছাই দিয়ে, ভাঙনের জয়গান গাইল ‘মিঠাই’, প্রশংসা নেট মহলে

কুসংস্কারের মুখে ছাই দিয়ে, ভাঙনের জয়গান গাইল ‘মিঠাই’, প্রশংসা নেট মহলে

‘সুখে দুঃখে মিষ্টিমুখে’ আবার নজির সৃষ্টি করল ‘মিঠাই’ (Methai)। ২০২১ সালে বাঙালি দর্শকের নয়নের মণি হয়ে ওঠে মিঠাই রানী! তারপর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই ধারাবাহিকের উপস্থাপনা দর্শকের মন জয় করে।

সম্প্রতি মিঠাইয়ের সাধ ভক্ষণের দিনে ঘটা এমনই এক ঘটনাকে নিয়ে আলোড়ন পড়েছে নেট মহলে। ২০২২ সাল হলেও, এখনও মানুষের মধ্যে থেকে গেছে কুসংস্কারের বোঝা। তাতে তো লাভ হয়েইনি, বরং আরও সংকুচিত হয়ে ওঠে মানুষের মনস্তত্ত্ব। সেরকমই এক সংস্কার, সাধের দিন সন্তানহীন নারীকে উপস্থিত থাকতে নেই, তাতে নাকি হবু মায়ের ‘ক্ষতি’ হয়। ধারাবাহিকে মিঠাইয়ের বড় ননদ, শ্রীনন্দা শারীরিকভাবে মাতৃত্ব অর্জনে অক্ষম। তাঁর উপস্থিতি তাই এমন ‘শুভ’ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কা বাড়ির গৃহিণীদের। কিন্তু ‘খুশির হাঁড়ি’ নিয়ে ফেরি করে যাওয়া মিঠাই এইসবের তোয়াক্কা করে না। বরং সকলের অজ্ঞতার অন্ধকারকে দুর করে, ননদের হাতে তৈরি পায়েসই খেতে চেয়েছে।

‘মিঠাই’ ধারাবাহিক যে সমাজের অযৌক্তিক সংস্কারকে প্রশ্রয় দেয়নি, বরং আলোর দিশা দেখিয়েছে, তাতে উচ্ছ্বসিত দর্শকমহল। টিআরপির দিকে ধারাবাহিকটি পিছিয়ে গেলেও, এখনও কিন্তু তার সেরাটা দিয়ে চলেছে মিঠাই রানী এবং হল্লা পার্টি। আর এতেই মজে আছেন ভক্তকুল।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *