Indian Railways এর তিনটি পদে নিয়োগ হবে শীঘ্রই। বিশদে জানুন

চাকরিপ্রার্থীদের জন্য আবারও আনন্দের খবর। এবার রেলে নিয়োগ হবে। নিয়োগ হবে বিপুল পরিমাণে। ২০২৩ এর শুরুতেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে রেল। তিনটি বিভাগের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রেল তাও আবার খুব কম শিক্ষাগত যোগ্যতায়। সবমিলিয়ে আগামী দেড় বছরে প্রায় দেড় থেকে দু’লক্ষ কর্মী নিয়োগ করবে রেল।
টিকিট পরীক্ষক (TTE), আরপিএফ (RPF), লোকো পাইলট (Loko Pilot) ও টেকনিক্যাল ক্যাটাগরিতে (Technical Category) নিয়োগ হবে। সবথেকে বড়ো ব্যাপার হলো যে এবার নিজের মাতৃভাষাতেই পরীক্ষা দেওয়া যাবে।


টিকিট পরীক্ষকের (TTE) পদের জন্য নিয়োগ হবে এবং তাও উচ্চমাধ্যমিক পাশে। উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকলেই টিকিট পরীক্ষকের (TTE)চাকরির জন্য আবেদন করা যাবে। প্রায় আটহাজার টিকিট পরীক্ষক নিয়োগ করতে চলেছে রেল তাই যাঁরা বেশিদূর পড়াশোনা করতে পারেননি কোনো কারণবশত, এটা তাঁদের কাছে বড়ো সুযোগ।
মাধ্যমিক পাশ করলেই আরপিএফ কনস্টেবল (RPF Constable) পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এছাড়াও আরপিএফের এসআই (RPF S.I) পদেও নিয়োগ করা হবে। যদিও এই পদের জন্য স্নাতক ডিগ্রি (Graduation Degree) থাকতে হবে আবেদনকারীর।


এছাড়াও মাধ্যমিক পাশে লোকো পাইলট (Loko Pilot) পদের জন্য আবেদন করা যাবে। অন্যদিকে, যাঁরা টেকনিক্যাল (Technical) লাইনে পড়াশোনা করেছেন তাঁদের জন্যও এই সুযোগ অর্থাৎ তাঁরাও আবেদন করতে পারবেন শুধু মাধ্যমিক পাশ ও সঙ্গে আইটিআই সার্টিফিকেট (ITI Certificate) থাকলে। লোকো পাইলট (Loko Pilot) ও ট্রেন চালকের (Train Driver) জন্য হতে চলেছে নিয়োগ। শুধুমাত্র এই পদের জন্যই প্রায় ৬৫ হাজার বা তারও বেশি কর্মী নিয়োগ করবে রেল।
কেন্দ্রের যেকোনো পরীক্ষায় মূলত ইংরেজি বা হিন্দি ভাষাতে উত্তর লেখার সুযোগ থাকে কিন্তু এইবারে এই পরীক্ষাগুলিতে নিজস্ব ভাষাতে পরীক্ষা দেবার সুযোগ থাকছে সুতরাং যাঁরা বাংলা ছাড়া অন্য ভাষাতে তেমন সাবলীল নন, তাঁরাও দিতে পারবেন এবার এইসব পরীক্ষা। বাংলা ভাষা ছাড়াও অন্যান্য ভাষাতে পরীক্ষা দেবারও সুযোগ থাকবে এবার। খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। নজর রাখুন।

Scroll to Top