Indian Railways: আপনার ট্রেনের টিকিটেই লুকিয়ে আছে আপনার ট্রেনের গন্তব্য থেকে যাত্রাপথ অবধি সমস্ত তথ্য। জানুন কিভাবে জানা যায়!

বিশ্বের সিংহভাগ মানুষের কাছে এখনো ট্রেন ভ্রমণ হলো সবথেকে বেশি সুবিধাজনক এবং সস্তা বলে মনে করা হয়। স্বাচ্ছন্দ্যবোধেও এগিয়ে আছে এই ট্রেন যাত্রা। প্রতিদিন প্রায় লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে। আপনি নিশ্চয়ই ট্রেনে ভ্রমণের জন্য টিকিট বহুবার কেটেছেন কিন্তু কখনো ভেবেছেন কি যে রেলের টিকিটে লেখা পাঁচ অঙ্কের ট্রেন নম্বরটির অর্থ কী? এটি আপনাকে ট্রেনের অবস্থান, ট্রেনের বিভাগ, সবকিছুই জানতে পারবেন। কিভাবে জেনে নিন।

সাধারণত কোনো মানুষই টিকিটে লেখা এই নম্বরগুলোর অর্থ জানেন না। টিকিটে উপস্থিত এই নম্বরটি আপনাকে অনেক তথ্য দেয়। এই নম্বরটি আপনাকে বলে যে, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথা থেকে আসছেন। শুধু তাই নয়, এটাও বলে দেয় আপনি কোন ট্রেনে বসে আছেন। চলুন আপনাদের আরো বিস্তারিত তথ্য দিয়ে রাখি।

ট্রেনের টিকিটে 0 থেকে 9 পর্যন্ত নম্বরগুলি বেশ বড় প্রভাব ফেলে। এই সমস্ত সংখ্যার বিভিন্ন অর্থ রয়েছে। কিরকম আসুন জানি।
১) টিকিটের প্রথমে 0 নম্বর, মানে সেটি স্পেশাল ট্রেন। এই ট্রেনটি হলিডে স্পেশাল, গ্রীষ্মকালীন স্পেশাল বা অন্য স্পেশাল ট্রেন হতে পারে।
২) আপনার টিকিটের প্রথম নম্বরটি যদি 1 বা 2 হয়, তাহলে এর মানে হল ট্রেনটি অনেক দূরে যাত্রা করে। তার পাশাপাশি, এটি রাজধানী, জন সাধারন, শতাব্দী, যোগাযোগ ক্রান্তি, দুরন্ত, গরীব রথ ইত্যাদির মতো একটি বিশেষ শ্রেণীর ট্রেন।
৩) আবার টিকিটের প্রথম অঙ্কটি যদি 3 হয়, তবে এটি কলকাতা শহরতলির ট্রেন।
৪) প্রথম অঙ্কটি 4 হলে এটি মেট্রো শহর নয়াদিল্লি, সেকেন্দ্রাবাদ বা চেন্নাই ইত্যাদির একটি শহুরে ট্রেন হতে পারে।
৫) 5 নম্বর নির্দেশ করে যে, আপনার ট্রেন একটি যাত্রীবাহী ট্রেন।
৬) 6 মানে সেটি মেমু ট্রেন
৭) 7 মানে ডেমু ট্রেন।
৮) 8 নম্বরটি শুধুমাত্র সংরক্ষিত ট্রেনের জন্য।
৯) আর সব শেষে 9 নম্বরটি একেবারে প্রথমে থাকলে বোঝা যায়, যে ট্রেনটি মুম্বাই সাব আরবান ট্রেন।

দ্বিতীয় এবং পরবর্তী সংখ্যাগুলিও অনেক কিছু বলে ট্রেনের ব্যাপারে। যদি একটি ট্রেনের প্রথম সংখ্যাটি 0, 1 বা 2 দিয়ে শুরু হয়, তাহলে বাকি ৪টি সংখ্যা রেলের জোন এবং বিভাগ সম্পর্কে বলে। আসুন জেনে নেই সেই সংখ্যাগুলি:

দ্বিতীয় সংখ্যাটি 0 থাকলে সেটা সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, পশ্চিম সেন্ট্রাল রেলওয়ের ট্রেন।
2 থাকলে সেটা সুপারফাস্ট, শতাব্দী, জনশতাব্দী ট্রেন।
3 থাকলে সেটা পূর্ব ও পূর্ব মধ্য রেলওয়ে।
4 থাকলে সেটা উত্তর, উত্তর পশ্চিম এবং উত্তর মধ্য রেলওয়ে।
5 থাকলে সেটা জাতীয় পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।
6 থাকলে সেটা দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম রেলওয়ে।
7 থাকলে সেটা দক্ষিণ মধ্য এবং দক্ষিণ পশ্চিম রেলওয়ে।
8 থাকলে সেটা সাউদার্ন ইস্টার্ন এবং ইস্ট কোস্ট রেলওয়ে।
9 থাকলে সেটা উত্তর পশ্চিম, পশ্চিম এবং পশ্চিম মধ্য রেলওয়ে।

এভাবে সহজেই এবার থেকে জেনে নিন সমস্ত তথ্য আপনার ট্রেন টিকিটের।

Scroll to Top