বেল পাতা ব্যবহারেরও আছে নির্দিষ্ট নিয়ম! কী নিয়ম জেনে নিন। কী বলছে বাস্তুশাস্ত্র?

বেলপাতা হলো হিন্দু ধর্মের এক প্রতীক। বিশেষ করে দেবাদিদেব মহাদেবের পুজোয় এই পাতার ব্যবহার দেখা যায়। এই পাতা সংক্রান্ত আছে নানা বাস্তু নিয়ম৷ ত্রিভূজাকার বেল পাতা হল সিদ্ধান্ত গ্রহণ, কর্ম ক্ষমতা এবং জ্ঞানের প্রতীক৷ হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ধর্মেও বেল পাতা এবং গাছকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়।

বাস্তুতত্ত্বতেও এই বেলপাতাকে হিন্দুধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক মনে করা হয়। কারণ, মনে করা হয়, বাড়ির বাস্তু ঠিক থাকলে আমাদের জীবন মধুর, শান্তিময় এবং সমৃদ্ধ হয়ে ওঠে। আমরা ঈশ্বরের কাছে পূজা নিবেদন করার সময় বিল্ব পত্র বা বেল পাতা ব্যবহার করে থাকি। বেল পাতা ছাড়া কোনও পূজাই সম্পূর্ণ হয় না। এই বেলপাতাকে ঘিরেও আছে অনেক মতামত। কী সেই মত? আসুন জেনে নেওয়া যাক।

১) বেল গাছের থেকে পুজোর ফুল ও পাতা সবসময় শুদ্ধ অবস্থায় পরিষ্কার হাতে তুলতে হয়। যে কোনও ফুল, ফল বা পাতা গাছ থেকে তোলার আগে দেবতাকে প্রণাম করে তাঁর অনুমতি ও আশীর্বাদ নিয়ে নিতে হয়।

২) গাছ থেকে তোলার পরে বেলপাতা ধুয়ে পরিষ্কার করুন। মহাদেবের পুজো করার আগে চন্দন দিয়ে বেল পাতায় ‘ওঁ’ লিখুন।

৩) সপ্তাহের সবদিন গাছ থেকে বেল পাতা তোলা উচিত নয়। যে দিনগুলোতে বেলপাতা তুলবেন না সেগুলো হলো: সোমবার, মকর সংক্রান্তি, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী এবং নবমী তিথি।

৪) ঘরে বেল পাতা থাকা খুবই শুভ মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে বাড়িতে বেল গাছ থাকে সেই পরিবার সুখী ও সমৃদ্ধশালী হয়। ঘর থেকে অশুভ শক্তি দূর হয়। মহালক্ষ্মীর আশীর্বাদ পান সেই পরিবারের সদস্যেরা।বলে

৫) বাড়ির উত্তর-পশ্চিম এবং উত্তর-দক্ষিণ দিকে বেল গাছ লাগানো পরিবারের জন্য ভাল।

Scroll to Top