Monsoon in Bengal: কবে আসছে বাংলায় বর্ষা? কবে মিলবে এই চাঁদিফাটা গরম থেকে মুক্তি? জানালো আবহাওয়া দপ্তর।

Monsoon in Bengal: কবে আসছে বাংলায় বর্ষা? কবে মিলবে এই চাঁদিফাটা গরম থেকে মুক্তি? জানালো আবহাওয়া দপ্তর।

অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে তাপমাত্রার পরিমাণ অনেক বেশি বেড়েছে বাংলায়। বাংলা ও তার পার্শ্ববর্তী এলাকার কিছু জেলাতেও তাপমাত্রার পারদ আকাশ ছোঁয়া। এই অবস্থায় প্রত্যেকেই আশা বেঁধেছেন বর্ষার জন্য। বর্ষার আগমন বার্তা পেতে যখন সবাই মুখিয়ে রয়েছেন সেই সময় হাওয়া অফিসের তরফ থেকে জানানো হলো, কবে বাংলায় ঢুকবে বর্ষা।

এই বছরের গরমকালে পশ্চিমবঙ্গের সব জেলাতেই সবচেয়ে বেশি দিন ধরে তাপপ্রবাহ দেখা যায়। তাপমাত্রার পারদ এমন জায়গায় পৌঁছায় যে মরুভূমিকে হারিয়ে দিয়ে বাঁকুড়া বিশ্বের সপ্তম উষ্ণতম শহরের জায়গা করে নেয়। তবে শুধু বাঁকুড়া নয়, পাশাপাশি অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৪২ ডিগ্রির উপরে। বর্তমানে মাঝে মাঝে ঝড় বৃষ্টির দেখা মিলছে আর সেই ঝড় বৃষ্টির সাময়িক স্বস্তি দিলেও ফের তাপমাত্রার পারদ চড়ছে তা লক্ষ্য করা যাচ্ছে।

হাওয়া অফিসের তরফ থেকে বর্তমানে রাজ্যের কোথাও প্রবাহের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। আবার আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনাও কম থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামী পাঁচ দিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলেও জানানো হয়েছে।

কলকাতায় আগামী কয়েক দিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তবে এর সঙ্গে সঙ্গেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলেও জানানো হয়েছে। তাপমাত্রা এমন মাত্রাতে পৌঁছে গেছে যে সকাল ১১ টার আগেই থেকে চড়া রোদের ছ্যাকা পাওয়া যাচ্ছে। অন্যদিকে এই সকল পূর্বাভাস দেওয়ার পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এই বছর বর্ষার আগমন কবে হবে তাও জানানো হয়েছে।

তাহলে বর্ষার আগমন কবে হবে!
বর্ষার আগমনের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে যে, বর্ষা বিলম্বিত হবে না অর্থাৎ সঠিক সময়ে বর্ষার আগমন ঘটবে পশ্চিমবঙ্গে। অন্যান্য বছর বর্ষার আগমনের ক্ষেত্রে দেরি হলেও এই বছর অনুমান করা হচ্ছে সঠিক সময়েই আগমন ঘটবে বর্ষার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *