মন্দিরে নয়, বরং প্রেক্ষাগৃহে স্বয়ং বজরংবলির পাশে বসে দেখতে পারবেন ছবি! কীভাবে?

সম্প্রতি একটি ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে জনজীবনে। মন্দিরে নয়, প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে বসে পাওয়া যাবে বজরংবলির সান্নিধ্য! এও সম্ভব? কিন্তু কীভাবে? ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। আগামী ১৬ জুন বড় পর্দায় মুক্তি পাবে ওম রাওত (Om Raot) পরিচালিত ছবি “আদিপুরুষ” (Adipurush)। রামায়ণের পৌরাণিক উপাখ্যান নিয়েই নির্মিত হয়েছে এই ছবি। শোনা যাচ্ছে, বড় পর্দায় এই ছবির প্রদর্শনের সময় এমন একটি ঘটনা ঘটতে চলেছে, যেটি পূর্বে সংঘটিত হওয়া তো দুর, এমনটা কেউ কখনও ভাবতেই পারেননি। ভগবান শ্রী রামের পুরাণ-বর্ণিত কাহিনী অবলম্বনে যেহেতু সিনেমাটি নির্মিত, তাই এই ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময় সেখানে একটি আসন বরাদ্দ থাকবে এক একনিষ্ঠ রামভক্তের জন্য! রামভক্ত বলতেই একটি নামই ভেসে ওঠে চোখের সামনে। তিনি হলেন পবনপূত্র বীর হনুমান!

এখন প্রশ্ন জাগতেই পারে, সত্যিই কি হনুমান অর্থাৎ বজরবলি বসতে পারবেন দর্শকাসনে? আসলে নির্মাতারা অঞ্জনী পুত্রকে সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা চান, সকল প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ একটি আসন বাদে সকল আসনের টিকিট যেন বিক্রয় করেন। সেই আসনটিই উৎসর্গ করা হবে স্বয়ং বজরংবলিকে।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত “আদিপুরুষ” (Adipurush) ছবির ট্রেলার। “বাহুবলী” খ্যাত দক্ষিণী নায়ক প্রভাস (Prabhas) এবং কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত এই ছবিটি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম ব্যয়বহুল ছবি হিসেবে গণ্য হতে চলেছে। রামের জীবনের নানারকম ঘটনা প্রবাহ, যেমন বনবাস, রাবনবধ ইত্যাদি ফুটে উঠবে বড় পর্দার ক্যানভাসে। স্বভাবতই বড় পর্দায় রামায়ণ দেখার জন্য ভীষণ পরিমাণে উদগ্রীব সিনে প্রেমীরা। প্রসঙ্গত এই ছবিতে রাবণের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে (Saif Ali Khan)। শুধু হিন্দিতেই নয়, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়ও মুক্তি পাবে এই ছবি।

Scroll to Top