জোমাটো, সুইগির থেকে ঢের সস্তা! ONDC সরকারি প্ল্যাটফর্মে কম খরচে খাবার অর্ডার করুন।

বর্তমানে দেশের মেট্রো সিটিগুলির পাশাপাশি, নানা ছোট এলাকাতেও অনলাইন ফুড ডেলিভারি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষত কোভিডের সময় থেকেই এই প্রবণতা অনেকটা বেড়েছে।এদেশে ফুড ডেলিভারি অ্যাপ হিসেবে সুইগি ও জোমাটো সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু অনেকেই জানেন না ফুড ডেলিভারির জন্য রয়েছে সরকারি নেটওয়ার্ক, যেখান থেকে খাবার অর্ডার করলে খরচ কমছে অনেকটাই। আসুন জেনে নিই সেই অ্যাপের সম্পর্কে।

গত বছরের সেপ্টেম্বর মাসে এই অ্যাপটি লঞ্চ করেছিল কেন্দ্র। এতদিন অ্যাপটি ততটা জনপ্রিয় না হয়ে উঠলেও সম্প্রতি এটি দৈনিক 10,000 ডেলিভারির রেকর্ড স্পর্শ করেছে। তাই দেশে ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে অ্যাপটির। এমনকি সাধারণ মানুষ সুইগি-জোমাটোর সঙ্গে সরাসরি তুলনা করে দেখাচ্ছেন এই অ্যাপে কত টাকা কম খরচ হচ্ছে।

গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় সুইগি- জোমাটোর সাথে ওএনডিসি(ONDC)-র তুলনা টেনে স্ক্রিনশট পোস্ট করছেন।অঙ্কিত প্রকাশ নামে এক টুইটার ব্যবহারকারী একটি ফুড অর্ডারে সুইগি ও ওএনডিসি(ONDC) -র দামের পার্থক্য দেখিয়েছেন যেখানে দেখা যাচ্ছে, একটি পনির বার্গার ও কোল্ড ড্রিংকস অর্ডার করে সুইগিতে যেখানে লাগছে 337 টাকা,সেখানে ওই একই দোকানের একই খাবার অর্ডারের ক্ষেত্রে ওএনডিসি-তে খরচ হচ্ছে মাত্র 186 টাকা।

তবে ONDC কোনও অ্যাপ না,এটি একটি ওপেন নেটওয়ার্ক। এটি এমন একটি প্লাটফর্ম যা রেস্তোরাঁর মালিকদের জোমাটো ও সুইগির মতো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই গ্রাহকদের কাছে খাবার বিক্রি করতে সাহায্য করে। এক্ষেত্রে শুধুমাত্র দোকান ও ক্রেতা থাকে। মাঝের পক্ষ না থাকায় সেক্ষেত্রে খাবারের দাম অনেকটাই কমে যায় এবং ক্রেতারা কম খরচে খাবার পেতে সক্ষম হন।

ONDC কী ভাবে ব্যবহার করা যাবে?
যেহেতু এটি কোন অ্যাপ নয়, তাই প্লেস্টোরে এটিকে খুঁজে পাওয়া যাবে না। এই অ্যাপ এর সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের পেটিএম(Paytm) অ্যাপে সার্চ অপশনে ONDC টাইপ করে সার্চ করতে হবে। এরপর নানা অপশন দেখা যাবে এবং সেখান থেকেই খাবার অর্ডার করতে পারেন। যেহেতু ওএনডিসি(ONDC) সবে তৈরি হয়েছে তাই এই প্ল্যাটফর্মে ছোট দোকান বা রেস্তোরাঁগুলি এখানে এখনো রেজিষ্টার নেই। কিন্তু জনপ্রিয় রেস্তোরাঁগুলি এখানে রেজিষ্টার আছে।

Scroll to Top