NMACC এর নতুন উদ্যোগে গর্বিত প্রিয়াঙ্কা, আবেগ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে

মুম্বই জুড়ে এখন উৎসবের রব। আর যে উৎসবের কান্ডারী হন স্বয়ং আম্বানি পরিবার, সেই উৎসব যেন হয়ে ওঠে আন্তর্জাতিক। দেশের তারকা তো বটেই, বিদেশের তারকাদের উপস্থিতিতেও আলাদা মাত্রা লাভ করে এই অনুষ্ঠান। তারই মাঝে এই অনুষ্ঠানের উদেশ্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সামাজিক মাধ্যমে (Social Media) আবেগতাড়িত হয়ে পড়লেন বলিউডের ‘দেশী গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

ভারতীয় শিল্প ও সংস্কৃতির বিকাশ ও উন্নতিসাধনের জন্য মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং নীতা আম্বানি (Nita Ambani) নিয়েছেন এক অতুলনীয় উদ্যোগ। এটি নীতা আম্বানির স্বপ্নের প্রকল্প। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও গ্লোবাল সেন্টারে সদ্য উদ্বোধন করা হল ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ (Nita Mukesh Ambani Cultural Centre) নামের এই প্রকল্পের। এই প্রকল্পের উদ্যেশ্য প্রসঙ্গে আম্বানি-ঘরনীর বয়ানে ধরা পড়েছে আমাদের প্রাচীন শিল্প সংস্কৃতির বিকাশের কথা। হাজার হাজার বছর ধরে আমাদের দেশের শিল্প শুধু টিকেই থাকেনি, বরং প্রতিনিয়ত উন্নত হয়ে উঠেছে। আর এই যুগে দাঁড়িয়ে তরুণ প্রজন্ম তাঁদের বুদ্ধিদীপ্ততায় এবং শিল্পবোধে যে ভারতীয় শিল্পের ঐতিহ্যকে অনেক দূর নিয়ে যাবে, তার প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে নীতা আম্বানির। ভারতীয় শিল্পের প্রতি এমন শ্রদ্ধা নিবেদনে গর্বে আবেগপ্রবণ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। তাঁর অনুভব ব্যক্ত করলেন সামাজিক মাধ্যমে।

প্রিয়াঙ্কা সামাজিক মাধ্যমে তাঁর এবং স্বামী নিক জোনাসের (Nick Jonas) সেই অনুষ্ঠানের উপস্থিতির মুহূর্ত ভাগ করে নিয়েছেন। শুধু তাই নয়, জানিয়েছেন নীতা আম্বানির প্রতি কৃতজ্ঞতাও। বলা বাহুল্য, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের তাবড় তাবড় তারকা মহলও। গিগি হাদিদ, ‘স্পাইডার ম্যান’ খ্যাত টম হল্যান্ড এবং তাঁর প্রেমিক জেন্ডায়ার এথনিক পোশাকে উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশের শিল্পের কদর করে এত বড় যে উদ্যোগ নিয়েছেন আম্বানি পরিবার, সেই ভেবেই গর্বিত হয়েছেন ‘দেশী গার্ল’।

Scroll to Top