Electric Bill: কোন পদ্ধতিতে ইলেক্ট্রিক বিল জমা করলে ১০০% ক্যাশব্যাক পেতে পারেন তা জেনে নিন।

বর্তমান সময়ে বিদ্যুতের চাহিদা প্রচুর পরিমাণে বেড়েছে এবং সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বৈদ্যুতিক খরচও। গরম বাড়ার সাথে সাথে বাড়ে এসি থেকে শুরু করে এয়ার কুলার ইত্যাদি অনেক ধরণের খরচা। মাসের শেষে বিদ্যুতের বিল মেটাতে টান পরে সাধারণ মানুষের পকেটে। সেইকারণে আজ প্রতিবেদন নিয়ে এসেছি আপনাদের জন্য যাতে সাশ্রয় হয় বিদ্যুৎ খরচ। আসুন জেনে নিই।

অনলাইনে আজকাল সব ধরনের কাজ হয়। ইলেক্ট্রিক বিল দেওয়াও! বরং লাইনে দাঁড়িয়ে থেকে বাড়ীতে এই বিল জমা দেওয়া যায় এবং তাতে আপনি পেতে পারেন অনেক ছাড় এবং ১০০% ক্যাশব্যাক। এরকমই এক উপায় নিয়ে এলো Paytm! কী ব্যবস্থা জেনে নেওয়া যাক।

Paytm-এর তরফে কার্যকরী এই অফারটি ‘বিজলি ডে’ অফার নামেই পরিচিত। প্রতিমাসের ১০-১৫ তারিখের মধ্যে বিল জমা করলে তবেই এই Cashback আপনি পেতে পারেন। এই Cashback পেতে কি কি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে তা জানানো হলো:

১)গ্রাহককে প্রথমেই পেটিএম অ্যাপে যেতে হবে।
২)এরপর Recharge and Bill Payments সেকশনের অধীনে থাকা Electricity Bill অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর গ্রাহককে তার রাজ্য এবং ইলেক্ট্রিসিটি বোর্ড নির্বাচন করে নিতে হবে।
৪) গ্রাহকের নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলেই তার সামনে একটি নতুন পেজ আসবে, যাতে গ্রাহককে তার কনজিউমার আইডি, মোবাইল নম্বর সঠিকভাবে লিখে Proceed অপশনে ক্লিক করতে হবে।
৫) উপরোক্ত অপশনে ক্লিক করলে গ্রাহককে তার বিদ্যুৎ বিলের পরিমাণ দেখাবে।
৬)কত টাকা পেমেন্ট করতে চাইছেন সেটা লিখে প্রসিড করতে হবে।
৭) এর পরে otp -One Time Password দিয়ে দিতে হবে।
৮)পেমেন্টের প্রক্রিয়া সম্পন্ন হলেই আপনিও ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন।

তবে সকলে এই ক্যাশব্যাক পাবেনই এমন নয়। Paytm থেকে জানানো হয়েছে যে প্রথম ৫০ জন গ্রাহকই এই সুবিধা পাবেন।

Scroll to Top