QBest Travel Destination in Summer: গরমে ওষ্ঠাগত প্রাণ হলে ঘুরে দেখতেই পারেন এই কয়েকটি স্থান। হদিশ দিলো টেকটকি।

এই গরমে যখন ওষ্ঠাগত প্রাণ, জীবন চায় একটু আরাম আর সেই আরামের হদিশ দেবে কে? অবশ্যই আমরা। আজ রইলো আপনাদের জন্য গরমকালের উপযুক্ত কিছু ঘোরার জায়গার হদিশ যেখানে ঘুরে এলে মন প্রাণ -দুইই ভরে উঠবে।

দার্জিলিং:
গরমে ঠান্ডা খুঁজতে চাইলে বাঙালির প্রিয় ঠাণ্ডার জায়গা মানেই হলো দার্জিলিং। এই ভ্যাপসা গরমে সেখানেই কিছুদিনের জন্য ছুটি কাটিয়ে আসতে পারেন‌। এতে শরীর ও মন দুইই ফুরফুরে হয়ে যাবে আর সস্তায় পুষ্টিকর হবার দরুণ পকেটও খুশি হবে। ঘুরে আসুন দার্জিলিং।

ডালহৌসি:
ডালহৌসি হলো উত্তরাখণ্ডের অন্যতম বিখ্যাত পাহাড়ি জায়গা। প্রতি বছর পর্যটকদের একটি বড় অংশ এই পাহাড়ি এলাকায় ঘুরতে যান। গরমের থেকে রেহাই পেতে কিছুদিন ডালহৌসিতেই কাটিয়ে আসতে পারেন আপনিও।

গ্যাংটক:
উত্তর পূর্ব ভারতের আরেকটি‌ সুন্দর ভ্রমণ স্থান হল গ্যাংটক। সেখানেই যেতে পারেন গরমের এই আবহাওয়ায়। সিকিমের রাজধানীতে পৌঁছালে আপনার শরীর ও মন দুইই চাঙ্গা হয়ে উঠবে।

লাদাখ:
স্বপ্নের ভ্রমণস্থান বলতেই লাদাখের কথা মনে পড়ে? এই গরমেই তাহলে বেরিয়ে পড়ুন তার উদ্দেশ্যে। কাশ্মীরের এই বিখ্যাত স্থানে গেলে আকাশছোঁয়া ভালো লাগা নিয়ে ফিরবেন। আজীবন থেকে যাবে সেই স্মৃতি।

মানালি:
মানালিও বেছে নিতে পারেন আপনার সামার ডেস্টিনেশন হিসেবে‌। হিমাচল প্রদেশের এই শহর এখন তাপমাত্রা ২২ ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ একদম উপযুক্ত তাপমাত্রা! মনোরম আবহাওয়ায় বেশ ভালোই কাটবে ছুটির দিন।

Scroll to Top