কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স দপ্তর (BEL) এ কর্মী নিয়োগ। বিশদে জানুন।

BEL Recruitment 2022

কেন্দ্রীয় সরকারের ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited) ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer) ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Project Engineer) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা তথা যেকোনো ভারতীয় নাগরিক প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন এই পদের জন্য।


এই পদের জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ও তার প্রমাণপত্র থাকতে হবে অর্থাৎ ভোটার কার্ড (Voter Card) বা আধার কার্ড (Adhaar Card) থাকতে হবে। এই পদের নাম ট্রেনি ইঞ্জিনিয়ার এন্ড প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Trainee Engineer and Project Engineer)। শূন্যপদের সংখ্যা ২৬০ টি। মেক্যানিক্যাল (Mechanical), সিভিল (Civil), কম্পিউটার সায়েন্স (Computer Science), ইলেক্ট্রনিক্স (Electronics) ও ইলেক্ট্রিক্যালের (Electrical) বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনকারীকে অবশ্যই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বি.ই (B.E), বি.টেক (B.Tech), বি.এসসি (B.Sc) ইত্যাদি ডিগ্রিযুক্ত হতে হবে। এছাড়াও যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, সেই পদের ক্ষেত্রে একবছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer) পদের ক্ষেত্রে আপনার বয়স অবশ্যই ২৮ বছরের মধ্যে এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Project Engineer) পদের ক্ষেত্রে ৩২ বছরের মধ্যে হতে হবে। এইক্ষেত্রে সংরক্ষিত (Reserved Category) প্রার্থীরা বয়সের ছাড় পাবেন কিছুটা।


ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer) পদের ক্ষেত্রে বেতন হিসেবে প্রতিমাসে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Project Engineer) পদের ক্ষেত্রে বেতন হিসেবে প্রতিমাসে ৪০ হাজার থেকে শুরু করে ৫৫ হাজার টাকা অবধি দেওয়া হবে।
আবেদন হবে অনলাইন মাধ্যমে। আবেদন করার সময় অবশ্যই আপনার ই-মেল আইডি (E-mail ID) ও ফোন নম্বর দেবেন। আবেদন করার শেষ তারিখ ১৪ই ডিসেম্বর, ২০২২। ট্রেনি ইঞ্জিনিয়ার (Trainee Engineer) পদে আবেদনের ফি বাবদ ১৫০ টাকা ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Project Engineer) পদে আবেদনের ফি বাবদ ৪০০ টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত প্রার্থীদের (Reserved Category) ক্ষেত্রে কোনোরকম ফি লাগবেনা। আবেদনের ফি জমা দেওয়া হবে অনলাইন মাধ্যমেই। তাহলে আর দেরি কেন? সত্বর আবেদন করতে শুরু করুন। আবেদনের জন্য নিচের দেওয়া লিংকের সাহায্য নিতে পারেন।

Scroll to Top