রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ। জানুন বিশদে।

রাজ্যের কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে শূন্যপদ মাত্র একটি অর্থাৎ ভালোই প্রতিযোগিতা হবে নিয়োগে। পদের নাম Ophthalmic Assistant ও এতে শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ অর্থাৎ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, প্রাণিবিদ্যা- ইত্যাদি বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ Paramedical Opthalmic Assistant Course এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে একবছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া হবে অফলাইনে। ইচ্ছুক প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সব তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ তথ্য সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। কর্মীর বেতন প্রতিমাসে ১৮ হাজার টাকা।
আবেদনপত্র জমা দেবার ঠিকানাটি হলো-
CMO Bldg,
5, S.N Banerjee Road,
Kolkata-700013
আবেদনের শেষ তারিখ ৩১শে জানুয়ারি,২০২৩ সাল। এর মধ্যেই কিন্তু আবেদনপত্র জমা করবেন সকল ইচ্ছুক প্রার্থী।
প্রার্থীদের যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, উত্তীর্ণ পরীক্ষার নম্বর, কাজের পূর্ব অভিজ্ঞতা ও চূড়ান্ত পর্যায়ে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
অন্যদিকে, পুরুলিয়া পৌরসভাতেও কর্মী নিয়োগ শুরু হতে চলেছে Data Entry Operator পদের জন্য। রাজ্যের যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা বলতে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন উত্তীর্ণ হতে হবে ও সঙ্গে Computer Application সার্টিফিকেট সহ MS Word, MS Excel, MS PowerPoint, MS Access বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ইচ্ছুক প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে ও সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। প্রতিমাসে বেতন ১৩ হাজার টাকা। আবেদন পদ্ধতি অফলাইনে। আবেদন করার জন্য ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে দরকারি ডকুমেন্ট আবেদনপত্রের সাথে সংযুক্ত করে মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানাতে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ সাল। আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি ও হলো-
Purulia Sadar,
At Office Campus of the District Magistrate,
Purulia,
P.O+District-Purulia,
Pin-723101
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, নম্বর, কম্পিউটার টেস্ট ও চূড়ান্ত পর্যায়ে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Scroll to Top