পুজোর মরশুমেই হতে চলেছে সন্দীপ্তা এবং দিতিপ্রিয়ার ‘বোধন’

সাল ২০১০। স্টার জলসা-খ্যাত ‘দুর্গা’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গেছিল তাঁদের। বলতে গেলে, তাঁদের মা এবং মেয়ের একটি মিষ্টিমধুর সম্পর্কের পরিণতি দেখিয়ে সমাপ্ত হয়েছিল ধারাবাহিকটি। প্রায় এক যুগ পার হয়ে গেছে। এবার খুব শীঘ্রই তাঁরা হইচই ওয়েব প্ল্যাটফর্মে ধরা দেবেন শিক্ষিকা এবং ছাত্রীর চরিত্রে। তাঁরা হলেন, অভিনেত্রী সন্দীপ্তা সেন, এবং দিতিপ্রিয়া রায়।

বেশ কিছু মাস আগে তাঁরা ‘দুর্গা’ ধারাবাহিকের ‘করুণাময়ী রাণী রাসমণি’ তে অভিনয় করেন। এবারে তাঁরা একটি ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করতে চলেছেন। ওয়েব সিরিজটির নাম ‘বোধন’। বলাই বাহুল্য, পুজোর কথা মাথায় রেখেই এমন নামকরণ। নাম শুনে অনেকেই আন্দাজ করছেন হয়ত হইচই পুজোয় দর্শকদের এই উপহার দিতে চলেছে। মূলত এই ছবিটি নারীকেন্দ্রিক। সমাজের যাঁতাকলে নারীর পেষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ছবি এখানে ফুটে উঠবে। এখানে সন্দীপ্তার চরিত্রের নাম রাকা সেন, এবং দিতিপ্রিয়া তাঁর ছাত্রী, সিঞ্জিনি।

সন্দীপ্তা

সন্দীপ্তা এবং দিতিপ্রিয়া দুটি নামই টলিউডের প্রতিষ্ঠিত নাম। খুব ছোট বয়সে দিতিপ্রিয়ার রুপোলি জগতে হাতে খড়ি হয়। করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতেও কাজ। সম্প্রতি তাঁর ছবি ‘আয় খুকু আয়’ মুক্তি পেয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁর আসন্ন ছবি পাভেলের ‘কলকাতা চলন্তিকা’ মুক্তির অপেক্ষায়। অন্যদিকে সন্দীপ্তাও তাঁর কাজ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে অবসর যাপনে মগ্ন ছিলেন। প্রায়ই সামাজিক মাধ্যমে তাঁকে দেখা যাচ্ছিল ‘শহর থেকে আরও অনেক দূরে..’। কলকাতা ফিরতেই তিনি নেমেছেন ফুল দমে কাজে। দুই অভিনেত্রী পুনরায় একসঙ্গে কাজ করতে পারে যারপরনাই আনন্দিত।

দিতিপ্রিয়া

Image Credit: Hoichoi (হইচই)

Scroll to Top