কিছু আজব রেলস্টেশন! নিশ্চিতভাবে বলতে পারি এই স্টেশনগুলির নাম আপনি শোনেননি।

আমরা বাঙালিরা ভ্রমণবিলাসী। অনেকেই আছেন যাঁরা আবার শুধু ভ্রমণবিলাসী তাই নয় বরং বিভিন্ন অচেনা অজানা জায়গায় অভিযান (Adventure) করে অভিজ্ঞতা (Experience) অর্জনে পিপাসু থাকেন। আজ আপনাদের জন্য এমনই এক প্রতিবেদন পেশ করতে চলেছি যেখানে যাওয়া তো দূরের কথা; এমনই অদ্ভুত নাম যে সেই জায়গাগুলির নামই বেশিরভাগ মানুষ শোনেন নি অথচ এই অদ্ভুত নামের স্টেশনগুলি কিন্তু ভারতের মধ্যেই আছে বহুদিন ধরে।


প্রথমেই বলবো ‘ফাফুন্ড রেলওয়ে স্টেশন’ (Phaphund Railway Station) এর কথা। কি! চমক লাগলো তো নামে! এই স্টেশনটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আউড়াইয়া জেলাতে অবস্থিত। এটি ভারতের একটি A শ্রেণীর রেলওয়ে স্টেশন। স্টেশনের কোড ‘PHD’! কি অদ্ভুত না! এই স্টেশনটি কিন্তু বহুপুরোনো। সেই ব্রিটিশ সরকারের আমলে তৈরি হয়েছিলো এই স্টেশন। এই স্টেশনে যথাক্রমে পাঁচটি ট্র্যাক ও চারটি প্ল্যাটফর্ম বর্তমান। কানপুর দিল্লি রুটের (Kanpur-Delhi Route) বিখ্যাত স্টেশন এটি।


এবার বলবো ‘টিটওয়ালা রেলওয়ে স্টেশন’ (Titvala Railway Station) এর ব্যাপারে। নাম শুনেই ট্রেনের টিটি’র কথা মনে পড়লো তাইনা? এই স্টেশন খোদ মুম্বাইয়ের শহরতলীর একটি স্টেশন। কল্যাণ ও কাসারার মধ্যবর্তী অংশে অবস্থিত এটি। এই স্টেশনও কিন্তু বেশ পুরোনো তবে তেমন বিখ্যাত নয় বলে এবং শহরতলীতে অবস্থিত বলে নাম অনেকেরই অজানা।

Titvala Railway Station


‘লেন্ডিখানা রেলওয়ে স্টেশন'(Landikhana Railway Station)। হিন্দিতে ‘লন্ডি’ (Laundi) বলতে আমরা মেয়ে বুঝি। এই স্টেশনের নামকরণ এমন কেনো সেই বিষয়ে সঠিক কোনো তথ্য নেই তবে যতদূর জানা যায় এটি স্বাধীনতা পূর্ববর্তী সময়ের স্টেশন অর্থাৎ অনেক পুরোনো স্টেশন এটি। ১৯৩০ খ্রিষ্টাব্দে ভারত ও আফগানিস্তান (India-Afganistan Border) বর্ডারে তৈরি হয়েছিলো এই স্টেশন। মতান্তরে, ১৯২৬ খ্রিষ্টাব্দের ২৩ শে এপ্রিল এই স্টেশন তৈরি হয়েছিলো বলে শোনা যায়।

Landikhana Railway Station


কর্ণাটকের (Karnataka) ওয়াদিতে অবস্থিত ‘হালাকাট্টা রেলওয়ে স্টেশন’ (Halakatta Railway Station)! প্রতিদিনই অনেক ট্রেন পারাপার করে এই স্টেশনের ওপর দিয়ে। প্রকৃতির ছোঁয়া দিয়ে মোড়া এই স্টেশনে অনেকে ঘুরে বেড়াতেও পছন্দ করেন। আশেপাশের অঞ্চলের লোকজনের কাছে খুব জনপ্রিয় স্টেশন এটি। এটিও অনেক পুরোনো স্টেশন বলেই জানা যায়।


সবশেষে যে স্টেশনটির নাম বলবো সেই স্টেশনটি অবস্থিত খোদ কলকাতা শহরতলির বুকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্টেশনের নাম ‘কোমাগাতা মারু বজবজ রেলওয়ে স্টেশন’ (Komagata Maru Budge Budge Railway Station)! কিরকম খটোমটো নাম তাইনা? এই স্টেশন কলকাতা শহরতলির পূর্ব রেলওয়ে জোনের (Eastern Railway Zone) শিয়ালদহ রেলওয়ে বিভাগের অধীনে আসে। এই স্টেশনটিও যথেষ্ট পুরোনো বলেই জানা যায়।

Komagata Maru Budge Budge Railway Station

Scroll to Top