‘ভাইপো’র বাড়ি গেলেন শ্রীলেখা, সামাজিক মাধ্যমে মশকরায় মাতলেন অভিনেত্রী

তিনি বরাবর ‘ঠোঁটকাটা’। তাঁর এই কুর্নিশযোগ্য সাহসিকতা টলিউড গ্রহণ করেনি, উল্টে ধীরে ধীরে কোণঠাসা করে দিয়েছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) তাই হয়ে উঠেছেন বিতর্কের পরিপূরক। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যেকোনও মহলেই ব্যভিচার দেখা দিলে তিনি মুখ খোলেন। তাঁর অকপট বাকস্বাধীনতাই হয়ে ওঠে তখন তাঁর ‘কাল’! কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্রী নন। সকল সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, অনড় থাকেন নিজের আদর্শে।

Pishi bhaipo twinning. (Image Courtesy: Instagram)


সম্প্রতি রাজ্য জুড়ে যে রাজনৈতিক তরজা চলছে, শ্রীলেখার স্পষ্টবাদী মনোভাব সেখানেও সক্রিয় হয়ে উঠেছে। প্রায়ই সেই সকল তরজার বিমুখে দাঁড়িয়ে, তিনি ব্যঙ্গাত্মক পোস্ট করছেন সামাজিক মাধ্যমে। এরই মাঝে দারুন একটি খোরাক পেয়ে গেলেন শ্রীলেখা। তাঁর আপন ভাইপোর জন্মদিনের অনুষ্ঠানে রওনা হওয়ার সময় সামাজিক মাধ্যমে ছবি দিলেন। ক্যাপশনে লিখলেন, ‘ভাইপোর বাড়ি চললাম। আরে কি ভাবলে? বলিহারি বাপু, আমার নিজের ভাইপো!’ বোঝাই যাচ্ছে শ্রীলেখার ইঙ্গিত কোন দিকে ছিল। তাঁর এই মশকরায় তাল মিলিয়েছেন তাঁর অনুগামীরাও। জনৈক ব্যক্তি কমেন্টে বলেছেন, ‘এই জন্যই আপনাকে ভালো লাগা, সত্যি কথা মুখের উপর বলে দিতে পারেন।’
সামাজিক মাধ্যমে এই পিসি ভাইপোর ‘টুইনিং’ এ মেতে ওঠা মুহুর্ত যাপন দেখে, অনুগামীরাও উচ্ছ্বসিত হয়েছেন। তাঁদের ছবি জুড়ে যেমন ‘পিসি-ভাইপো’ সম্বোধন করে মানুষ মজা করতেও ছাড়েননি, আবার অনেকে শ্রীলেখার ছোট্ট ভাইপোকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।

Scroll to Top