‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে তাঁকে প্রণাম করা সৌজন্য..’ নেটিজেনদের তোপের বিরুদ্ধে সরব স্বস্তিকা মুখোপাধ্যায়

গত ৮ অক্টোবর তিলোত্তমা কলকাতার বুকে আয়োজিত হল দুর্গা পুজোর কার্নিভাল। সাড়ম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্বাবধানে, তারকা সমাবেশে সংঘটিত হল মায়ের বিদায়ী মুহুর্ত। উপস্থিত ছিলেন টলিপাড়ার বহুল জনপ্রিয় মুখ। ছোট পর্দা থেকে বড় পর্দা, সকলেই এই অনুষ্ঠানের রস আস্বাদন করেছেন। উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। আর তাঁকে নিয়েই বাঁধল গোলযোগ।

চিরকালই স্বস্তিকাকে স্রোতের বিরুদ্ধে দেখে এসছেন অনুগামীরা। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়েও সামাজিক মাধ্যমে বেশ সোচ্চার হন ‘কদলিবালা দাসী’! এই অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সেই সব ছবি! কারণ, স্বস্তিকার মেরুদন্ড কি ধ্বসে গেল? তিনি কি নিজের রাজনৈতিক মতাদর্শকে তবে বর্তমান ক্ষমতার কাছে পিষে দিলেন?

মুখ্যমন্ত্রীর সাথে স্বস্তিকা

এই নিয়ে নেটিজেনরা বিশ্লেষণ করতে বসেছিলেন স্বস্তিকার মনস্তত্ত্বকে। তাঁকে কটাক্ষ করতে বাদ রাখেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। ‘খামতি দিদি’ বলে স্বস্তিকাকে বিদ্রুপ করেছেন তিনি। কিন্তু স্বস্তিকাও দমে যাওয়ার নন। তিনি ফেসবুকে সরব হয়েছেন এই ঘটনার প্রতিবাদ করার জন্য। প্রথমেই তিনি জানিয়েছেন, সম্মানীয় ব্যক্তিকে প্রণাম করাই আমাদের সংস্কৃতি। সে তাঁর সঙ্গে মতের অমিল থাকলেও। তাই মুখ্যমন্ত্রীকে প্রণাম করে তিনি কোনও ভুল করেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও তিনি তাই করবেন। অভিনেত্রী যোগ করেছেন, ‘অসভ্য হওয়ার জন্য যে শিরদাঁড়াহীনতা লাগে সেটাও আমার নেই, তাই বেশ করেছি।’

স্বস্তিকার Facebook post
Scroll to Top