ছোটবেলায় নয়, বরং বড়বেলায় সবার সামনে ঘটিয়েছেন অস্বস্তিকর কীর্তি! খোলামেলা আড্ডায় তাপসী পান্নু

কেমন হয় সৈনিকদের রোজনামচা? কিভাবে প্রতিনিয়ত প্রতিকুলতাকে পিছনে ফেলে, তাঁরা এগিয়ে যান আমাদের নিরাপত্তার তাগিদে? এই ভাবনাকে কেন্দ্র করেই এনডি টিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান হয়ে উঠেছে ‘জয় জওয়ান’। ভারতীয় সৈনিকদের বিভিন্নরকম রোমাঞ্চকর কার্যকলাপের অংশীদার হয়ে ওঠেন দর্শক। কখনও তাঁদের সঙ্গ দিতে সামিল হন ভারতীয় অভিনেতা অভিনেত্রীরাও। তামিল অভিনেতা বিজয় দেবেরকণ্ডা হোক কিংবা বলিউডের রণবীর সিং, ভিকি কৌশল, কার্তিক আরিয়ান, অপরদিকে নায়িকাদের মধ্যে সোনাক্ষী সিংহ, এমন অনেকেরই উপস্থিতি লক্ষ্য করা গেছে এই অনুষ্ঠানে। সম্প্রতি এই অনুষ্ঠানের অংশ হয়ে উঠবেন তাপসী পান্নু। আগামী ২৪ ডিসেম্বর রাত আটটায় এনডি টিভিতে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের এক সঞ্চালক অরুণ সিংয়ের সঙ্গে পাহাড়ি শুটিং স্পটে তাপসী আড্ডায় মেতে ওঠেন। সঞ্চালক তাপসীকে প্রশ্ন করেন, তাঁর শৈশবের সবচেয়ে বিব্রতকর পরিস্থিতির প্রসঙ্গে। তাপসী উত্তরে জানান, শৈশবে নয়, বরং অভিনেত্রী হওয়ার পরই তাঁকে এমন এক মুহূর্তের শিকার হতে হয়েছে। কোনও এক হোটেলের লবিতে, একটি ফোয়ারার সামনে, তিনি পা পিছলে পড়ে যান। দুর্ভাগ্যবশত ওই মুহূর্তে ওই স্থানে, অন্যান্য বোর্ডাররা তাঁদের প্রাতরাশ সম্পন্ন করছিলেন। তাঁদের সামনে এই অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে পেরে, তাপসী যারপরনাই লজ্জিত হন।

taapsee pannu

ছোটবেলার ইচ্ছে নিয়েও অকপট উত্তর দেন বড় পর্দার ‘মিঠু’। তিনি জানান, তাঁর কোনও স্থির লক্ষ্য ছিল না ভবিষ্যতের। তাঁর ভবিষ্যত নিয়ে পরিকল্পনা বছর বছর, সময়ের সঙ্গেই পরিবর্তিত হতে থাকত। কখনও তিনি চাইতেন বিজ্ঞানী হবেন, আবার কখনও ডাক্তারি পেশা তাঁকে আকৃষ্ট করত। শেষমেষ অভিনেত্রী হতে পেরে তাই তিনি বেজায় খুশি। দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, আলিয়া ভাটের মত সফল অভিনেত্রীদের যাত্রা, তাঁকে তাঁর এগিয়ে যাওয়ার পথে ইন্ধন যোগায়। অভিনেত্রী হওয়ার সুবাদে, তাঁকে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে হয়। সেই কারণে তাপসীকে শিখতে হয়েছে পাঞ্জাবি, তেলেগুর মত ভাষা। এছাড়া ইংরাজিতেও তিনি বেশ সাবলীল।

taapsee pannu

পর্দার ‘হাসিন দিলরুবা’র স্বপ্নের পুরুষ ‘আয়রন ম্যান’, ওরফে রবার্ট ডাউনি জুনিয়র। তাঁকে একবার কাছ থেকে পেলেই তিনি ধন্য।

taapsee pannu

অনুষ্ঠানটিতে যোগ দিতে পেরেও নিজেকে বিশেষ ভাগ্যবতী মনে করেন ‘রেশমি রকেট’। সৈনিকদের জীবনের কঠোরতার সঙ্গে জীবনের প্রত্যেক মুহূর্তকে আনন্দের সঙ্গে উপভোগ করার পাঠ পেয়েছেন তিনি তাঁর এই সফরে। সবশেষে প্রশ্নকর্তা তাপসীকে আসল প্রশ্নটি করে বসেন। আপাত দৃষ্টিতে প্রশ্নটি বহু প্রচলিত কিংবা সহজ হলেও, তাপসীর ক্ষেত্রে বেশ বিব্রতকর। চা এবং কফির মধ্যে কোনটি তাঁর পছন্দের জানতে চান অরুণ। তাপসী অবলীলায় নেন কফির নাম। সেই মহূর্তেই প্রশ্নকর্তার চোখে মুখে ফুটে ওঠে একটি টক-ঝাল-মিষ্টি হাসি। আসলে বলিউডের অন্যতম স্তম্ভ, করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান, ‘কফি উইথ করণ’ আমন্ত্রিত না হওয়ার দরুন তাপসী একবার তাঁর ক্ষোভ উগড়ে দেন। জানান, তাঁর কফি পছন্দ নয় বলেই এই অনুষ্ঠান থেকে ডাক আসেনি। কিন্তু সেই কফিকেই তিনি তাঁর পছন্দের তালিকায় ফেললেন। সেই কারণে এই উত্তরের পর সঞ্চালক নিজেকে সংযম করতে না পেরে, হেসে ফেলেন। সঙ্গে সঙ্গে তাপসীও ব্যাপারটিকে ভীষণ স্বতস্ফূর্তভাবে নিয়ে, হাসিতে মেতে ওঠেন।

Scroll to Top