স্বাধীনতার পুজো, নাকি পুজোয় স্বাধীনতা? ‘রক্তবীজ’ উস্কে দেবে এমনই কিছু প্রশ্ন

এই মুহূর্তে ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছে শিবপ্রসাদ মুখার্জী (Shiboprasad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Ray) আসন্ন ছবি ‘রক্তবীজ’ (Raktabeej)। গত ১৫ অগাস্ট, অর্থাৎ ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। এইদিকে পোস্টার জুড়ে পুজোর আমেজ। কোনদিকে ইঙ্গিত করছে এই ছবি? স্বাধীনতার পুজো, না কি পুজোয় স্বাধীনতা? তার উত্তর পাওয়া যাবে পঞ্চমী অর্থাৎ আগামী ১৯ অক্টোবর।

ছবিটির প্রেক্ষাভূমি, বাঙালির আবেগ দুর্গা পূজাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ২০১৪ সালে সংঘটিত, খগড়াগর বিস্ফোরণ এই ছবির মূল উপজীব্য। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় দুজনের। বিবিধ তদন্তে জানা যায়, বাংলাদেশী কোনও গোষ্ঠী জড়িত এই ঘটনার পেছনে। কিন্তু এই ঘটনার পুলিশি অভিযানে বাধ সাধেন দুজন মহিলা। এমন অভাবনীয় পরিস্থিতিতে আলোড়ন সৃষ্টি হয় সর্বত্র! এই ঘটনার উৎস সন্ধান নিয়েই অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি ব্যাখ্যা ফুটে উঠবে ‘রক্তবীজ’ ছবিটি জুড়ে।

ছবির পোস্টার প্রকাশ্যে এনে খোদ পরিচালক সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, এই স্বাধীনতা যেন হয় সকল অনিষ্টকারীর বিনাশের স্বাধীনতা! এই স্বাধীনতা যেন মিলন দিয়েই আবর্তিত হয়ে ওঠে..।

ছবিটিতে গুরুত্বপূর্ন ভূমিকায় দেখা যাবে পদ্মভূষণ প্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জীকে (Victor Banerjee)। এছাড়াও অন্য দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং আবির চ্যাটার্জী (Abir Chatterjee)। এই প্রথমবার তাঁদের যুগলবন্দী দেখবেন দর্শক মহল। অনসূয়া মজুমদার (Anasuya Majumder), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya), দেবলিনা কুমার (Devlina Kumar) দেবাশীষ মন্ডল (Debashish Mondal), সত্যম ভট্টাচার্যের (Satyam Bhattacharya) মত বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিও লক্ষ্য করা যাবে। এই প্রথম পুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি। তাও আবার থ্রিলার! স্বভাবতই প্রত্যেকেই ছবি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন, এবং আশাবাদীও। প্রসঙ্গত বাংলার সঙ্গে এই ছবি ওড়িয়া, অসমীয়া, এবং হিন্দি ভাষাতেও মুক্তি পাবে।

Scroll to Top