মুক্তি পেল ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ছবির প্রথম পোস্টার। যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা, এক হাতা ভাত স্মিত হাসি মুখে এগিয়ে দিচ্ছেন অপর পক্ষের দিকে। বলা বাহুল্য, এই বৃদ্ধাই ইন্দুবালা দেবী। প্রথমে এমন বৃদ্ধার ছবি দেখে নেটিজেনরা ভুল করে এড়িয়ে যেতে গিয়েও, হঠাৎ থমকে দাঁড়িয়েছেন। বৃদ্ধার চাহনির সঙ্গে যেন কার বড্ড মিল! যাঁর মিল, তিনি আর কেউ নন, তিনি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তিনিই রয়েছেন এই বৃদ্ধার চরিত্রে। প্রস্থেটিক মেকাপে কিন্তু বোঝার জো নেই তাঁর আসল পরিচয়।

প্রথম দর্শনে দর্শক চমকেছেন তো বটেই, কিন্তু এরই মধ্যে দানা বেঁধেছে বিতর্কও। এই ছবিটি তৈরি হয়েছে, প্রখ্যাত সাহিত্যিক কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। পোষ্টার জুড়ে অন্য সব কিছু থাকলেও, নেই লেখকের নাম। আর তাতেই চটেছেন সাহিত্য প্রেমীরা। রীতিমত হ্যাশ ট্যাগ চলছে এর বিরুদ্ধে। লেখকের নাম না থাকায় প্রতিবাদে সরব হয়েছেন একাংশ। কেউ কেউ যেমন বাংলা ইন্ড্রাস্ট্রির ‘দুর্গতি’র কারণ হিসেবে বাতলেছেন শিল্পীর কদর না দেওয়ার প্রসঙ্গ, কেউ বা যথারীতি ক্ষমতার দিকে আঙ্গুল তুলেছেন।

যদিও লেখকের অনেক ভক্তই বাহবা জানিয়েছেন লেখককে।

প্রসঙ্গত এই ছবির মাধ্যমেই ওয়েব দুনিয়ায় কমার্শিয়াল ছবির নায়িকা শুভশ্রীর আত্মপ্রকাশ ঘটবে। নিজের পরিচিত ইমেজকে পাত্তা না দিয়ে, বেশ একখান ‘চ্যালেঞ্জ’ নিয়েছেন তিনি। তিরিশ বছর বয়সী অভিনেত্রী অভিনয় করছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধার চরিত্রে। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্তের থেকে রীতিমত তালিমও নিচ্ছেন তিনি।
Image Credit: subhashreeganguly Instagram Account