কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব বিদায় নিলেন এই হাসি- কান্নার জগৎ থেকে।

হাসানো খুব কঠিন কাজ। খুব কম মানুষই হাসতে পারে। তবে শুধু মাত্র হাসিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছেন, কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব (Raju Srivastav) । তাঁর হাত ধরেই স্ট্যান্ডআপ কমেডি(Standup Comedy) একটি শিল্পে পরিণত হয়েছে। কমেডির জগতে উল্লেখযোগ্য নক্ষত্র তিনি। তবে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। দিল্লির এইমস হাসপাতালে (Delhi AIMS Hospital) এতদিন তিনি ভর্তি ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। এতদিন হাসিয়ে যাওয়া মানুষটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন পৃথিবী ছেড়ে। ২১সে সেপ্টেম্বর ভোরে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব মৃত্যুবরণ করেন (Comedian Raju Srivastava Passed Away)।

কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে অনেকটা কষ্ট পেয়েছেন তাঁর ভক্তরা। অনেকে অভিনেতা শিল্পী তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন এবং শোকপ্রকাশ করেছেন।
এই শিল্পীকে স্মরণ করে অনেকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নানা পোস্টও করছেন। বিভিন্ন শিল্পী তাঁদের সুন্দর মুহূর্তের কথা স্মরণ করে শোক প্রকাশ করছেন। একই ভাবে কমেডিয়ান অভিনেতা কাপিল শর্মা (Comedian Kapil Sharma) তাঁকে স্মরণ করলেন।

অভিনেতা কাপিল রাজু শ্রীবাস্তবের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করে টুইটারে একটি টুইট(Twit) করেছেন আজ। সাথে দুজনের একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত, দুজনে এক সঙ্গে অনেক শো করেছেন। বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাঁদের। যদিও রাজু শ্রীবাস্তব কমেডি জগতে কাপিল শর্মার থেকে অনেকটাই সিনিয়র। কাপিল শর্মার শো-এ বেশ কয়েকবার তাঁকে দেখা গিয়েছিল। সেট থেকে সেই ছবি শেয়ার করে কাপিল ক্যাপশনে লিখেছেন, ‘আজ প্রথমবারের মতো কাঁদিয়েছেন রাজু ভাই, যদি আর একটা দেখা হতো। ঈশ্বর আপনাকে তার পায়ে স্থান দিন। আপনি অনেক মিস করা হবে. বিদায়, ওম শান্তি।’

Kapil Sharma Tweet

কাপিল শর্মা যে অত্যন্ত দুঃখিত ও গভীর ভাবে শোকাহত, তা কাপিলের এই পোস্টে স্পষ্ট। কাপিল শর্মার এই পোস্টে তাঁর ভক্তদের অনেকে সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত, আজ থেকে প্রায় এক মাস আগে অসুস্থতার কারণে তিনি দিল্লির এমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি জিম করার সময় হার্ট অ্যাটাক (Heart Attack) করেন। তারপরই তাঁকে ভর্তি করা হয়। বহু দিন অজ্ঞান থাকার পর, একটু জ্ঞান ফিরেছিলো। অনেকেই আশা করেছিলেন তিনি সুস্থ হয়ে যাবেন। তবে শেষ রক্ষা হলো না। আজ তিনি মারা গেলেন।

Scroll to Top