YouTube দেখে শুরু করেছিলেন স্ট্রবেরি চাষ, এখন মাসে কয়েক লাখ টাকা উপার্জন করছেন এই যুবক, আপনিও পারবেন।

এখনকার দিনে প্রায় প্রত্যেক ছেলে মেয়ের হাতেই একটি করে স্মার্ট ফোন (Smartphone) থাকে। দিনের বেশিরভাগ সময় টাই সোশ্যাল মিডিয়া (Social media) এবং গেমিং এর মাধ্যমে কেটে যায় স্মার্টফোনের দৌলতে। দিনের অনেকটা সময় স্মার্টফোনের জন্য নষ্ট হয়ে যায় বলা চলে।

তবে স্মার্ট ফোন দিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে টাকা উপার্জন (Earn money online) করা যায় তা হয়তো অনেকের ধারণার বাইরে। বহু ছাত্র-ছাত্রীরা এখন স্মার্টফোনের মাধ্যমে পার্ট টাইম জব (Part time job)করেন বা অনেক কিছু শিখে বাস্তবিক জীবনে প্রয়োগ করে উপার্জন করছেন।

আজ আমরা এমন একজনের সম্পর্কে জানাবো যিনি ইউটিউব (YouTube) থেকেই তার ব্যবসার আইডিয়া পেয়েছেন। ইউটিউব প্লাটফর্ম থেকে স্ট্রবেরি চাষ করা শিখে বর্তমানে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন তিনি (Earn from YouTube)

আজকে যার সম্পর্কে জানানো হচ্ছে তার নাম অঙ্কিত। হরিয়ানার সনিপতে বসবাস করেন তিনি। ইউটিউব দেখে স্ট্রবেরি (Strawberry) চাষ করে লাখপতি হওয়া এই যুবক বর্তমানে নিজের রাজ্য,জেলা তো বটেই অন্যান্য রাজ্য ও জেলার যুবকদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

হরিয়ানার সোনিপতের চিতানা গ্রামের অঙ্কিতের বাবা একজন দন্ত চিকিৎসক (Dentist)। অঙ্কিত প্রায় পাঁচ বছর আগে ইউটিউব দেখে চাষের নতুন নতুন কৌশল রপ্ত করা শুরু করেন। সেই সময় তিনি ইউটিউব দেখে স্ট্রবেরি চাষ করতে হয় কিভাবে তা শিখেছিলেন। তারপরই তিনি তার জমিতে স্ট্রবেরি চাষ করা শুরু করে দেন। খুব অল্প সময়ের মধ্যেই স্ট্রবেরি চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে শুরু করেন তিনি।

স্ট্রবেরি চাষ করার পাশাপাশি স্নাতক কোর্সও (Graduation course) করছেন অঙ্কিত। প্রায় পাঁচ বছর আগে দুই একর জমিতে স্ট্রবেরি চাষ করতে গিয়ে অঙ্কিত খরচ করেছিলেন প্রায় ৭ লক্ষ টাকা। এখন এই চাষ থেকে প্রত্যেক মাসে অঙ্কিত আয় করছেন কয়েক লক্ষ টাকা। শুধু তাই নয় অনেকের কর্মসংস্থানও করেছেন অঙ্কিত।

উৎপাদিত স্ট্রবেরি বিক্রি করতেও তার কোন সমস্যা হয় না। অনলাইনের (Online business) মাধ্যমেই তিনি তার উৎপাদিত স্ট্রবেরি বিক্রি করে থাকেন।

তিনি বলেন যে শুধুমাত্র গম ও ধানের চাষ করে তার পূর্বপুরুষেরা এতটা লাভ করতে পারেননি। বর্তমান যুগে কর্মসংস্থান এর পথ কঠিন থাকায় তিনি চাষবাসের পথই শুরু করেন। অনেক ব্যক্তিদের কর্মসংস্থানও (Recruitment)করেছেন তিনি স্ট্রবেরি চাষের মাধ্যমে। উৎপাদিত স্ট্রবেরি অনলাইনের মাধ্যমে বিক্রি হয়ে যায়। ফলে অনলাইন ব্যবসাতেও তিনি লাভবান হয়েছেন।

আপনারাও চাইলে ফাঁকা জমিতে স্ট্রবেরি চাষ করে লাখপতি হতে পারেন। তবে তার জন্য আপনাকে ভালোভাবে শিখতে হবে স্ট্রবেরি চাষ করা এবং ধৈর্য ধরতে হবে।

Scroll to Top