Ulto Rath Yatra 2023: উলটো রথযাত্রা দিন কবে? কোন বিশেষ পদ্ধতিতে এইদিন পূজিত হন জগন্নাথ দেব? জেনে নেওয়া যাক।

আগামী বুধবার, ২৮ জুন উলটো রথযাত্রা। ন’দিন ধরে চলা রথযাত্রা উৎসবের এটাই শেষদিন। এ বছর রথযাত্রা শুরু হয়েছিল ২০ জুন, যার পরিসমাপ্তি হবে বুধবার। এবার এই উৎসব নিয়ে কিছু তথ্য এবং জগন্নাথ দেবের পুজো কিভাবে হয় জেনে নেওয়া যাক।

১) আপনি কি জানেন যে উলটো রথযাত্রাকে বহুদা রথযাত্রাও বলা হয়ে থাকে। সোজা রথযাত্রার দিন ‘গুন্ডিচা মন্দিরে’ যায় জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। উলটো রথযাত্রার দিন মূল মন্দিরে ফেরে জগন্নাথ-সহ বাকিদের রথ।

২) রথযাত্রার সময় সুভদ্রার রথ মাঝখানে থাকে। সুভদ্রার রথের পশ্চিমে থাকে বলভদ্রের রথ এবং পূর্বে থাকে জগন্নাথের রথ। উলটো রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ মৌসিমা মন্দিরে থামে।

৩) মৌসিমা মন্দিরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে নারকেল গুড় সমন্বিত একটি বিশেষ সুস্বাদু খাবার পরিবেশন করা হয় যা পোড়া পিঠে নামে খ্যাত। এরপর জগন্নাথের রথ গজপতির প্রসাদের সামনে থামে। এখানে লক্ষ্মীনারায়ণ ভেতা বা লক্ষ্মীর সমাবেশের জন্য জগন্নাথের রথ থামানো হয়।

৪) এরপর ফের রথে রশিতে টান দেওয়া হয় এবং অন্তিম গন্তব্যে পৌঁছানো হয়। এই হলো যাত্রাপথ। বলাই বাহুল্য যে পুরো যাত্রাপথে চলে পুজো।

প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের পুরীধাম ভারতের বিখ্যাত ধামগুলির অন্যতম। জগন্নাথ দেবের কৃপা পেলে, তবেই পুরীধাম দর্শন সম্ভব বলে বিশ্বাস করা হয়। প্রতি বছর রথের সময় তাই লক্ষ-লক্ষ ভক্ত ও দর্শনার্থীর ভিড় জমে পুরীতে।

Scroll to Top