Viral Video: মাকে মেকআপ করা চেহারায় চিনতেই পারলো না শিশুপুত্র! কান্নায় ভেঙে পরলো সে! ভাইরাল ভিডিও।

মা সুন্দর করে মেকআপ সহযোগে সাজগোজ করেছিল। সাজগোজের পর খুবই সুন্দর লাগছে তাকে ঠিকই কিন্তু পরেছেন বেজায় বিপদে! কেনো? মেকআপ করা এই মুখ দেখে নিজের মা কেই চিনতে পারলো না তার শিশুপুত্র।

মায়ের সাজ দেখে মাকে চিনতে না পেরে তার সে কি কান্না! ভিড়মায়ের সাজগোজের বহর দেখে তাঁকে চিনতেই পারল না শিশু। মেকআপ করা মুখ দেখে হাউ হাউ করে কেঁদে উঠল সে। সেই ভিডিয়ো রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়া ও সমাজমাধ্যমে। যা নিয়ে চর্চা থামতে চাইছে না।

ভিডিয়োতে দেখা গিয়েছে, নীল ল্যাহেঙ্গা পরে সুন্দর করে সেজেছেন এক মহিলা। মুখে সুন্দর করে মেকআপ করেছেন তিনি। চোখের পাতা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সাজিয়েছেন নতুন করে।

নিজের পুত্র তাঁকে চিনতে না পারায় বাচ্চাকে কোলে তুলে নিতে গিয়েছিলেন মা। কিন্তু তাঁর মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দূরে সরে গিয়েছে সে। সোফায় বসে মায়ের দিকে তাকিয়ে হাত, পা ছুড়ে চিৎকারও করতে দেখা গিয়েছে শিশুটিকে।

ভিডিয়োটির সঙ্গে লেখা হয়েছে, ‘‘বাচ্চাটি জিজ্ঞাসা করছে, মা কোথায় গেল?’’ সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। নানা জনে এ বিষয়ে নানা মন্তব্য করেছেন। কেউ মজা করে বলেছেন যে, ‘‘মেকআপ খুব সাংঘাতিক জিনিস।’’ কেউ আবার অবাক হয়ে বলেছেন, ‘‘মেকআপের কী মহিমা!’’ অনেকে অবশ্য সন্তানের যত্ন না নেওয়ার অভিযোগ করে মহিলার সমালোচনা করেছেন। যদিও এরপর কি হলো সেটা অজানা!

Viral Video Link:

https://www.instagram.com/reel/CsoJ9JMO4Bi/?igshid=MzRlODBiNWFlZA==

Scroll to Top