• Please enable News ticker from the theme option Panel to display Post

WBPSC Judicial Service Exam এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানুন বিশদে!

WBPSC Judicial Service Exam এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানুন বিশদে!

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জানানো হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক এতে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ ২৯টি। এই পদের জন্য যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Law Degree করা থাকতে হবে এবং যেকোনো বার কাউন্সিলরের রোলে এডভোকেট (Advocate) হিসেবে তালিকাভুক্ত হতে হবে।
আবেদনকারীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা (Reserved Category) বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। বেতন শুরু হচ্ছে প্রতিমাসে ২৭ হাজার টাকা থেকে। পরবর্তীকালে প্রোমোশনের (Promotion) সাথে তা আরো বাড়বে।


আবেদন হবে অনলাইনে (Online)। আবেদন শুরু হতে চলেছে ১০ই জানুয়ারি, ২০২৩ থেকে ও আবেদনের শেষ তারিখ ৩১ শে জানুয়ারি, ২০২৩ সাল অবধি। ইচ্ছুক ব্যক্তিদের আবেদন করার সময় অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে আবেদনপত্রটি ভালো ভাবে পূরণ করতে হবে ও ফোন নম্বর, ই-মেল ইত্যাদি সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।


Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ২১০ টাকা আবেদনের ফি হিসেবে ধার্য করা হয়েছে এবং ST/SC ক্যাট্যাগরির প্রার্থীদের ক্ষেত্রে ৪০ শতাংশের উপরের আবেদন ফি লাগবে না। আবেদনের ফি জমা দিতে হবে অনলাইন মাধ্যমেই।
প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) দিতে হবে। তারপরে চুড়ান্ত পরীক্ষা (Final Exam) ও ব্যক্তিত্বের পরীক্ষার (Personality Test) মাধ্যমে নিয়োগ করা হবে অর্থাৎ ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হবে ও সমস্ত পরীক্ষায় পাশ করলে তবেই তাঁর নিয়োগ হবে।
ডিরেক্ট এপ্লিকেশন করার লিঙ্ক নীচে দেওয়া হলো। এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সরাসরি।

https://wbpsc.gov.in/

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *