শুভক্ষণ উপনীত হতে আর কিছুক্ষণ বাকি। বিয়ের লগ্ন আগত। কনের সাজে সেজে উঠেছে ‘মিলি’। হবু বর রাহুলের উপহার করা হীরের নেকলেস পরতেও ভোলেনি সে। যথাসময়ে বিবাহ মণ্ডপে উপস্থিত হল হবু দম্পতি। শুভ দৃষ্টি হতে যায়, এমন সময়ই ঘটল বিপদ। আবির্ভূত হল এক বন্দুকধারী। হবু কনেকে একা ফেলে, হবু বর-সহ উপস্থিত সকল অতিথিবৃন্দ প্রাণের রক্ষার্থে করল স্থান ত্যাগ। পান পাতা সরিয়ে নতুন বর নয়, এক বন্দুকবাজকে দেখল কনে! আর তারপর? কী ভাবছেন? এমনটা আবার কোথায় ঘটল? আসলে এতক্ষণ কোনও বাস্তব ঘটনা চিত্রিত হচ্ছিল না। জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘মিলি’র প্রেক্ষাপট ঠিক এটাই। সদ্য মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের প্রোমো।
সদ্য মুক্তিপ্রাপ্ত প্রোমো আবর্তিত হয়েছে মিলির বিবাহ মণ্ডপে। কিন্তু আকস্মিক বন্দুকধারী যুবকের আগমনে জ্ঞান হারায় মিলি। পরের দিন সকালে নিজেকে আবিষ্কার করে সেই অজ্ঞাত পরিচয়ের যুবকের সঙ্গে। বিন্দুমাত্র ভয় না পেয়ে মিলি তাঁকে জানায়, যে ভালোবাসার খোঁজ এতদিন সে করেছিল, সেই ভালোবাসার পূর্ণতা লাভ করার আগেই কেন সেই যুবক মিলির জীবনের সর্বনাশ ডেকে আনল?
কিন্তু মিলি তথা সকল দর্শককে চমকে দিয়ে সেই যুবক, ক্ষুধার্ত মিলির হাতে মিষ্টির বাটি দিয়ে উত্তর দেয়, মিলির জীবনের সর্বনাশ হয়ে সে এলো নাকি আশীর্বাদ হয়ে, তা একদিন মিলি ঠিক বুঝতে পারবে! এর পরই প্রশ্ন জাগে, তাহলে কী হতে চলেছে মিলির সঙ্গে? কীই বা এই লগ্নভ্রষ্টা যুবতীর ভবিতব্য? এই যুবকের পরিচয়েই বা কী?
এই সবকিছুর উত্তর পাওয়া যাবে ধারাবাহিকটি সম্প্রচারের পর। কিন্তু কবে অথবা কখন এই ধারাবাহিক দর্শকদের সামনে মিলির ভালোবেসে ভালো থাকার গল্প বলবে, তা এখনও স্পষ্ট নয়। মিলির চরিত্রে অভিনয় করেছেন ‘আলতা ফড়িং’ খ্যাত অভিনেত্রী খেয়ালি মন্ডল। রাহুলের ভূমিকায় অভিনয় করেছেন ধ্রুব জ্যোতি সরকার। খুব সম্ভবত ধূসর চরিত্রে দেখা যাবে তাঁকে। অজ্ঞাত পরিচয়ের যুবকের চরিত্রে অভিনয় করেছেন ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ অনুভব কাঞ্জিলাল। এক অন্য ধরনের ভালোবাসার গল্পে খুব শীঘ্রই মেতে উঠতে চলেছেন দর্শক মহল।