মাত্র ২০ টাকা থেকেই খাবার পাবেন শিয়ালদহসহ আরো চারটি স্টেশনে, জেনে নিন বিস্তারিত।

দূরপাল্লার ট্রেনের জেনারেল কোচ এর যাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল। এবার থেকে শিয়ালদা সহ মোট চারটি স্টেশনে চালু করা হলো রেলের ইকোনোমি মিল। মূলত যারা অল্প টাকার মধ্যে পেট ভর্তি খাবার খেতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

ইকোনমি মিল এর খাবার কেনার জন্য যাত্রীদের আলাদা করে কোন টিকিট দেখানোর প্রয়োজন হচ্ছে না। তাই চাইলে আপনিও এই খাবার খেতে পারেন স্টেশন এর লাগোয়া কাউন্টার থেকে। খুব সস্তাতেই খাবার খেতে পারবেন যাত্রীরা, যার জন্য আশা করা যাচ্ছে যে দূরপাল্লার ট্রেনে খাবারের সমস্যা অনেকটাই মিটতে চলেছে।

প্রাথমিকভাবে শিয়ালদহ, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, হিজলি, রামপুরহাট, নিউ কোচবিহার ও নিউ আলিপুরে ইকোনোমি মেল দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত সবকটি স্টেশনে এই পরিষেবার শুরু করা হয়নি।

20 টাকার ‘ইকোনমি মিল’-এ কী কী খাবার পাওয়া যাবে?

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী কুড়ি টাকার ইকোনমিক মিলে আপনারা পাবেন সাতটি কচুরি ১৭৫ গ্রামের, সঙ্গে ১৫০ গ্রামের আলুর তরকারি ও ১২ গ্রাম আচার। তার সাথে যদি আপনারা অতিরিক্ত তিন টাকা দেন তাহলে পেয়ে যাবেন ২০০ এম এল এর একটি জলের বোতল।

কুড়ি টাকার খাবার ছাড়াও থাকছে 50 টাকার একটি কম্বো।

এখানে দেওয়া হবে রাজমা চাউল, ছোলারাইজ, খিচুড়ি, ছোলা বাটোরে, মসলা ধোসা, পাও ভাজি। এগুলির ওজন হবে ৩৫০ গ্রাম। ৫০ টাকা খরচ করে আপনারা যে কোন একটি পদ নিতে পারবেন।

দেশজুড়ে প্রায় ৬৪ টি স্টেশনে ইকোনমি মিল পরিষেবা চালু করা হবে। দূরপাল্লার ট্রেনের জেনারেল বগি যেখানে থামবে, সেখানেই মিলবে ইকোনোমি মিল কেনার দোকান। যেহেতু এখন এই খাবারগুলি কিনতে যাত্রীদের টিকিট দেখানোর প্রয়োজন হচ্ছে না তাই আশা করা যাচ্ছে যে প্রাথমিকভাবে এই দোকানগুলিতে মাত্রাতিরিক্ত ভিড় হতে পারে।

Scroll to Top