KGF-এ রকি ভাইয়ের বাইকের ফিচার্স শুনলে চমকে যাবেন আপনিও!

দক্ষিণ ভারতের সিনেমাগুলি সারা ভারতে নজির তৈরি করছে একের পর এক। ছবির হাত ধরেই বহুদিন বাদে ভারতে এলো অস্কার। দক্ষিণের ছবিগুলিতে যে বাইক গুলি ব্যবহার করা হয় সেগুলোতেও রয়েছে বিশেষ ফিচার।

সাউথ ইন্ডিয়ান হিট ছবিগুলির মধ্যে অন্যতম ছবি হলো KGF , এই সিনেমার দুটি পার্ট রিলিজ করা হয়েছে এবং দুটিই হাউসফুল, রেকর্ডও গড়েছে বহু। কয়েক কোটি টাকার ব্যবসা করেছে দুটি সিনেমাই।

দক্ষিণের এই সিনেমার(South Indian cinema) নায়ক যশকে(Actor Yash) বেশ পছন্দ করছিলেন সারা ভারতের সিনেমাপ্রেমি মানুষেরা। এছাড়া সিনেমায় যশের স্টাইল ও ফলো করা শুরু করেছিলেন বহু মানুষ।

তবে বাইকপ্রেমিদের কাছে এই সিনেমায় ছিল অন্যতম একটি আকর্ষণ, যেটি হল যশ এর বাইক। অনেক বাইকপ্রেমীরা এই বাইকটি কেনার জন্য বহু জায়গায় খুঁজে বেড়িয়েছেন।

রকি ভাইয়ের এই বাইকটি ছিল মডিফাই করা রয়েল এনফিল্ড হিমালয়ান বাইক (Royal Enfield himalayan)। ভারতে এই বাইকটির দাম প্রায় ২.৫ লক্ষ টাকা।

শক্তিশালী ইঞ্জিন এর এই বাইকটির মোট ছটি মডেল উপলব্ধ রয়েছে বাজারে।

বাইকের ইঞ্জিন ৪১১ সিসির।

২৪.৩ বি এইচ পি এর শক্তি উৎপন্ন করতে পারে এই ইঞ্জিন।

জ্বালানি পেট্রোল ভরার জন্য রয়েছে 15 লিটারের একটি ট্যাঙ্ক।

সিনেমার প্রথম ভাগ (KGF part 1) রিলিজ হবার সময় দেখা গিয়েছিল যে ছবিটির অধিকাংশ জুড়েই রকি ভাই এই বাইকটি চড়েই ঘুরে বেড়িয়েছিল। তখন থেকেই দর্শকদের মধ্যে এই বাইকটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। এমনকি অনেকে জানতেও চেয়েছিলেন যে, এইরকম বাইক কোথায় কিনতে পাওয়া যাবে।

রয়েল এনফিল্ড সংস্থা(royal Enfield company) এই বছর এই বাইকের নতুন তিনটি রং এর মডেল আনতে চলেছে। সিড ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং ডুন ব্রাউন এই তিনটি রঙের নতুন মডেল আসছে বাজারে । এবার থেকে রয়েল এনফিল্ড এর যে কোন শোরুমে গিয়েই আপনারা এই বাইক গুলি কিনে নিতে পারবেন।

Scroll to Top