“মা” এর সেই ছোট্ট পরী, এখন কোথায় জানেন? শুনলে আপনিও হবেন অবাক

কেটে গেছে প্রায় এক যুগ। প্রায় চোদ্দ বছর আগে ছোট্ট ঝিলিক, এবং তাঁর হারিয়ে যাওয়া মাকে খুঁজে পাওয়ার কাতর অনুসন্ধানে, সামিল হয়েছিলেন বাঙালি দর্শক। কিন্তু জানেন কি, ঝিলিকের ছোট্টবেলায়, ‘পরী’র চরিত্রে যিনি অভিনয় করেন, তিনি এখন কোথায়?

২০০৯ সালে ঝিলিকের সঙ্গে দর্শক পাড়ি দেন তাঁর মাকে খুঁজে পাওয়ার সফরে। স্টার জলসার “মা..তোমায় ছাড়া ঘুম আসে না” (Maa….Tomay Chara Ghum Ashena) ধারাবাহিকটি মনে গেঁথে যায়নি এমন মানুষ কম। শৈশবে এক মেলায় পুতুলের মত ছোট্ট একরত্তি ‘পরী’কে হারিয়েছিলেন মা প্রতিমা। ভাগ্যের পরিহাসে, হারিয়ে যাওয়া সেই ছোট্ট পরীর আস্তানা হয় এক কুখ্যাত বস্তিতে। সেখানেই ‘ঝিলিক’ হয়ে ওঠে পরী। সে জানে না তাঁর আসল পরিবার কোথায়! অপরদিকে চলতে থাকে তাঁর মায়ের মানসিক দ্বন্দ্ব। এমনই এক প্রেক্ষিতের ওপর নির্মিত হয় এই ধারাবাহিকের কেন্দ্র। এই ধারাবাহিকের অনেক শিল্পীরই বর্তমানে খোঁজ থাকলে, অনেকেই জানেন না ‘পরী’র চরিত্রের সেই ছোট্ট ফুটফুটে মেয়েটি আজ কোথায়! জানলে রীতিমত চমকে উঠবেন বৈকি!

কিছুদিন আগে সেই ছোট্ট পরীর একাল, এবং সেকাল নিয়ে এক নেটিজেন সামাজিক মাধ্যমে দুটি ছবি পোস্ট করেন। তাঁর বার্তা মত, সেই ছোট্ট পরীকে এখনও আপনারা খুব ভালো করেই চেনেন! চেনেন শুধু না, তাঁর দুরাচারীতায় অতিষ্ঠ হয়ে পর্যন্ত উঠেছেন বাঙালি দর্শক। এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম আলোচিত খল-নায়িকা “অনুরাগের ছোঁয়া” ধারাবাহিকের মিশকা। সূর্য-দীপার জীবনের সঙ্গা বদলে গেছে যাঁর কারণে, তিনি মিশকা! “অনুরাগের ছোঁয়া”(Anurager Chhowa) ধারাবাহিকের চরিত্রগুলির নাম কারুর অজানা নয়। সামাজিক মাধ্যমে পরী এবং মিশকার ছবি পাশাপাশি রেখে জানিয়েছেন, এখনকার মিশকাই হল “মা” এর হারিয়ে যাওয়া পরী। তখন তাঁর বয়স ছিল চার কী পাঁচ! এখন তিনি কলেজ পড়ুয়া। মাঝে “ড্যান্স বাংলা ড্যান্স” (Dance Bangla Dance) এর মঞ্চেও তাঁর দক্ষতার প্রমাণ পেয়েছেন দর্শক। কিন্তু সেই ফুলের মত মিষ্টি পরীই যে আজকের দস্যি মিশকা, এ কথা জানেন না অনেকেই। যদিও এই নিয়ে নিশ্চিতভাবে কোথাও কেউ মতামত প্রতিষ্ঠা করেননি। আবার পরী এবং মিশকার মধ্যে যে সাদৃশ্য আছে, তারও সন্দেহের অবকাশ নেই। মিশকার আসল নাম অহনা দত্ত (Ahona Dutta)। এই মুহূর্তে অন্যতম চর্চিত অভিনেত্রী তিনি। কম বয়সেই অভিনয় দিয়ে নিজের একটি শক্ত জমি প্রতিষ্ঠা করেছেন।

Scroll to Top