কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। আর এমনই এক ঘটনা ঘটলো এক সরকারি অধিকারী মিতালী শর্মার সাথে। সার্ভিস জয়েনিং এর প্রথম দিনই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন তিনি। বিষয়টি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
একজন সরকারি আধিকারিক হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন ৮ মাস আগে। সেখানে প্রথম দিনেই ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়ে গেলেন তিনি। সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত হয়েছিলেন মিতালী শর্মা।
৮ মাস আগে তিনি ঝাড়খণ্ডের কোটারমার এলাকায় সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছিলেন। তবে ঘুষ নিতে গিয়ে তিনি হাতেনাতে ধরা পড়লেন দুর্নীতি দমন শাখার হাতে। একটি স্থানীয় সংগঠনের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল, এমন একটি অভিযোগ পাওয়ার পরই দুর্নীতি দমন শাখার অধিকারিকরা ফাঁদ তৈরি করেন।
সরকারি চাকরি পাওয়া মুখের কথা নয়। দীর্ঘদিনের শ্রম, পরিশ্রম, পড়াশোনা, অধ্যাবসায়ের ফলে পাওয়া যায় সরকারি চাকরি। আর চাকরিতে যোগ দিয়ে জীবনের প্রথম পোস্টিং-এই যদি ঘুষ নেবার মত বিষয়টি সামনে আসে, তা অবশ্যই লজ্জার।
গত ৭ জুলাই তারিখে মিতালীকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। ইতিমধ্যে তার কীর্তি ছবিসহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।
দুর্নীতি দমন শাখার এক কর্মী জানিয়েছেন যে মিতালী শর্মা কোডার্মা এলাকার একটি স্থানীয় সংগঠনে আচমকাই পরিদর্শনে যান। সেখানে কিছু অনিয়ম খুঁজে পাওয়ায় সংস্থার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেবার শর্তে তাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা দাবি করেন। দুর্নীতি দমন শাখার পক্ষ থেকে বিষয়টি ভেরিফাই করা হয় তারপর পুরো বিষয়টি বোঝার জন্য, হাতেনাতে ধরার জন্য ফাঁদ তৈরি করা হয়।
গত ৭ জুলাই তারিখে কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যান মিতালী শর্মা।