• Please enable News ticker from the theme option Panel to display Post

Amla for Hair Growth: চুলের যত্ন নিতে আমলকির ব্যবহার জানুন।

Amla for Hair Growth: চুলের যত্ন নিতে আমলকির ব্যবহার জানুন।

Amla for Hair Growth:

শরীরের মতই চুলেরও দরকার Vitamin C! এই কারণে অনেকে পর্যাপ্ত ভিটামিন সি-র জোগান পেতে সকালে উষ্ণ জলে আমলকির রস খান। শরীর, ত্বক, চুল— সবই ভাল থাকে। তবে তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু বর্ষাকালে চুলের সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রচুর তাই শুধু আমলকির রস খেলে হবে না। তার চেয়ে বরং আমলকি দিয়ে তেল বানিয়ে মাথায় লাগালে বা ছেঁচে রস বার করে মাথায় মাখলে অনেক বেশি উপকার। আমলকি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যাবে জানুন।

১) ঘনত্ব বাড়িয়ে তুলতে:


বিভিন্ন ভিটামিন এবং খনিজে ভরপুর আমলকিতে রয়েছে অজস্র ফাইটোনিউট্রিয়েন্টস। তা মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। ফলে চুল বাড়েও তাড়াতাড়ি।

২) চুলের ক্ষতি এড়াতে:

আমলকলিতে রয়েছে Tanin ও Calcium ja অতিরিক্ত তাপ থেকে চুলের ক্ষতি রুখে দিতে পারে। তাই চুল ঝরে পড়া অনেকটাই কমে যায়।

৩) চুল ঝরা নিয়ন্ত্রণে:

আমলকির রস কয়েক দিন নিয়মিত মাথায় মাখলে চুল ঝরে পড়া অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। বিশেষ করে হরমোনের মাত্রা কম-বেশি হলে যে ধরনের চুল পড়ে, তা প্রতিরোধ করতে পারে আমলকি।

৪) পিএইচের ভারসাম্য বজায় রাখতে:

বর্ষাকালে মাথায় খুশকির সমস্যা বেড়ে যায়। কারণ, মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। আমলকিতে রয়েছে কোলাজেন। যা চুলের ফলিকলে পুষ্টি জোগায়। মাথার ত্বকের আর্দ্রতাও বজায় থাকে।

৫) কন্ডিশনার হিসাবে:

আমলকি Vitamin E -র পরিমাণও বেশি। তাই শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার হিসাবেও কাজ করে আমলকি। অতিরিক্ত রুক্ষ এবং পাকা চুলের জন্য আমলকির তেল বিশেষ ভাবে উপকারী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *