ছোট্ট ‘রাহা’কে নিয়ে, খুশির জোয়ার কাপুর পরিবারে

চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন বলিউডের ‘বরফি’ এবং ‘গাঙ্গুবাই’। অর্থাৎ রণবীর কাপুর এবং আলিয়া ভাট। মাস কয়েকের মধ্যেই আলিয়া জানান, ছোট্ট অতিথি তাঁদের জীবনে আসতে চলেছেন খুব শীঘ্রই। সেই শুনে আনন্দের জোয়ারে মাতোয়ারা হয়ে ওঠেন ভাট কাপুর পরিবার।

চলতি মাসের ৭ তারিখ, ছোট্ট লক্ষ্মী এসেছে আলিয়ার কোল আলো করে। সেদিনই সামাজিক মাধ্যমে আলিয়া জানান, তাঁর কোল আলো করে আসা একরত্তির আগমনে তাঁদের দুই পরিবার প্রাণ ফিরে পেয়েছে। সম্প্রতিই নবজাতিকার নামকরণ সম্পন্ন হল।

পিতামহী নিতু কাপুর, তাঁদের বাড়ির ছোট্ট লক্ষ্মীর নামকরণ করেছেন। তাঁর নাম দিয়েছেন, ‘রাহা’ । সামাজিক মাধ্যমে এই সুখবর প্রকাশ করে, আলিয়া নামের অর্থও ব্যাখ্যা করেছেন। আরবী ভাষায় এই নামের অর্থ হল শান্তি। বাংলা ভাষায় ‘রাহা’ নামের অর্থ বিশ্রাম বা স্বস্তি। এছাড়াও এই নামের বিভিন্ন ভাষায় বিভিন্ন অর্থই আছে। যেমন স্বর্গীয় পথ থেকে শুরু করে আনন্দ, মুক্তি, এবং আশীর্বাদ হিসেবেও এই নামের গুরুত্ব বা প্রয়োগ অনস্বীকার্য।


আলিয়া জানিয়েছেন, ছোট্ট ‘রাহা’র নামের মতই, তাঁর অস্তিত্বও তাঁদের পরিবারে শান্তি এবং আনন্দের আবহ সৃষ্টি করেছে।

Scroll to Top