টেট পরীক্ষার পরে মাত্র ৭ থেকে ১০ দিনের মাথায় ফলপ্রকাশ করবে পর্ষদ এবং অ্যাডমিট কার্ডও নভেম্বরের মধ্যেই ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা!

আগামী ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা! প্রস্তুতি চলছে তুঙ্গে। পর্ষদ থেকে ইতিমধ্যেই অনেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ও সেইসাথে এসেছে দফায় দফায় গাইডলাইনের (Guidelines) পরিবর্তন। এবারের টেট পরীক্ষা নিয়ে পর্ষদ থেকে চলছে বাড়তি সতর্কতা। সেসব বিভিন্ন সময় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর এবার পর্ষদ থেকে ঘোষণা করা হলো যে সম্ভবত টেট পরীক্ষার সাত থেকে দশদিনের মধ্যেই টেটের ফলপ্রকাশ (Result) করা হতে পারে।


এছাড়াও অ্যাডমিট কার্ড (Admit Card) ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা নভেম্বরের মধ্যেই ডাউনলোড (Download) করতে পারবেন এমন ঘোষণা করা হলো যেখানে আগে বলা হয়েছিল যে পরীক্ষার নির্দিষ্ট দিনের সাতদিন আগে অ্যাডমিট কার্ড (Admit Card) পাওয়া যাবে ওয়েবসাইটে (Website)। নভেম্বর মাসের ২৮ তারিখের পর থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। সেই বিষয়ে প্রস্তুতি চলছে ভালোভাবে।
প্রাথমিকের টেট পরীক্ষা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তার জন্য নেওয়া হচ্ছে বাড়তি সুরক্ষা ব্যবস্থা ও কড়া নজরদারি! কেউ এর নির্দেশের অবমাননা করলে বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে শুধু তাঁর পরীক্ষা বাতিল হবে তাইই নয় বরং ভবিষ্যতেও তাঁর পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে। থাকবে পুলিশি প্রহরাও! এখন এই পরীক্ষা সুষ্ঠভাবে নির্বিঘ্নে সম্পন্ন হবে এটাই আশা করা যায়।

Scroll to Top