শ্রেয়া ঘোষাল, ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম ওজনদার এক নাম। যাঁর কণ্ঠে সুরেরা ছবি আঁকে, তালেরা ফুল ফোটায়। ছন্দের আকাশে রামধনু ওঠে, লয়ের সোনার কাঠির ছোঁয়ায় মানুষের মন উচ্ছল হয়। সুরের জাদুকরীর সঙ্গীত জগতে কেটে গেছে কুড়িটা বছর। সেই উপলক্ষে চলছে তাঁর লাইভ কনসার্ট।

সম্প্রতি শ্রেয়ার একটি লাইভ কনসার্টে দর্শকরা সাক্ষী হলেন কিছু মিষ্টিমধুর মুহূর্তের। শ্রেয়া তাঁর দেড় বছরের ছোট্ট পুত্র দেবায়নকে নিয়ে হাজির হয়েছিলেন মঞ্চে। দেবায়ন প্রথমবারের জন্য সাক্ষী ছিলেন তাঁর মায়ের কনসার্টের। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, ছোট্ট দেবায়ন মায়ের কোলে মঞ্চে প্রবেশ করা থেকে শুরু করে, দায়িত্ব সহকারে বুঝে নিচ্ছে সমস্ত আয়োজন। মনিটর যাচাই থেকে শুরু করে, যন্ত্রপাতির খুঁটিনাটি সবকিছু ছোট্ট একরত্তি পর্যবেক্ষণ করে নিচ্ছে। আর এই দৃশ্য উপভোগ করছেন মঞ্চে উপস্থিত সকলে।

শ্রেয়ার সঙ্গীত পরিবেশনের সময়, অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিল দেবায়ন। মায়ের গলা তাঁর চিনতে ভুল না হলেও, ভিড়ের মাঝে তিনি মা’কে খুঁজে পাচ্ছিলেন না। ছোট্ট দেবায়নের এমন হকচকিয়ে যাওয়া দেখে তাঁর মা সঙ্গীতরত অবস্থাতেও বুঝতে পারেন। তাই গানের শেষে দর্শকদের উদ্দেশ্যে সেই কথা হাসির সঙ্গে প্রকাশও করেন। মা-ছেলের এই মেলবন্ধন, দর্শকদের মধ্যেও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
