AC Tips: সব ঘরের জন্য আলাদা আলাদা AC কিনছেন নাকি? আর দরকার নেই! এই যন্ত্রটা লাগিয়ে নিলেই গোটা বাড়ি এয়ার কন্ডিশনড!

দিনদিন যেভাবে গরম বাড়ছে তাতে মানুষ AC ছাড়া ঘুমাতেও পারছেনা রাতে। ভীষণ গরমের চোটে শরীর খারাপ করছে সবার। বাচ্চা থেকে বুড়ো, সবার কষ্ট। তাহলে এখন কী উপায়? ভাবছেন প্রতিটা ঘরে এসি লাগিয়ে সারাক্ষণ চালু রাখলেই সমস্যার সমাধান হবে? বিলটা মাসের শেষে কত আসবে ভেবে তারপর সিদ্ধান্ত নিন।

তাছাড়া সারাক্ষণ এসিতে কাটানোও শরীরের জন্য ঠিক না। তাহলে কী করবেন? একটা যদি Central AC বাড়িতে ইনস্টল করে নেন, তাহলে তো গরমও আপনার বাড়িতে ঢুকতে ভয় পাবে। এই Central AC লাগানো থাকলে আর আলাদা আলাদা ঘরে এসি লাগানোর প্রয়োজন পড়বে না। কিন্তু কি এই Central AC? বিশদে জানুন।

Central AC কী এবং কেমন কাজ করে?
মনে করুন আপনি যে Central AC হলো একটা গাছ।একটা গাছ যেমন ভাবে আপনাকে ঠান্ডা বাতাস দিতে পারে, সেন্ট্রাল এসি কিছুটা সেরকমই। বাড়ির ছাদে বা বেসমেন্টে ইনস্টল করতে হয় এই এসি। সেখানে থেকে প্রয়োজন অনুযায়ী বাড়ির বিভিন্ন অংশে শীতল ভেন্ট সরবরাহ করা হয়। সেন্ট্রাল হওয়ার ফলে পুরো বাড়ির তাপমাত্রা একই রাখতে পারে এই ধরনের এসি। এরকম এসি বাড়িতে বসালে আপনার বিভিন্ন ঘরের তাপমাত্রা বিভিন্ন রকম হবে না।

কত দাম হতে পারে এই Central AC এর?
সাধারণ এয়ার কন্ডিশনারের তুলনায় সেন্ট্রাল এসির দাম কিছুটা বেশি হয়। এখন ধরুন আপনার বাড়িতে তিনটে বেডরুম আছে। তিনটি ঘরেই যদি আপনি 1.5 টনের এসি বসাতে যান, সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে 1 লাখ টাকার কিছুটা বেশি। কিন্তু গোটা বাড়ি সেন্ট্রালাইজ়ড এয়ার কন্ডিশনড করে রাখেন, সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে 80,000 টাকা থেকে 1,00,000 টাকা। এর বেশি দামেরও পেতে পারেন। সাধারণ উইন্ডো বা স্প্লিট এসির মতোই সেন্ট্রাল এসির দাম নির্ভর করে তার টন ক্ষমতার উপরে।

Central AC এর ক্ষমতা বা ক্যাপাসিটি কত?
সেন্ট্রাল এসি সবথেকে কম 5 টনের হয়। আপনার বাড়ির প্রয়োজনীয়তা অনুসারে তা 10 বা 15 টন ক্ষমতারও কিনতে পারেন। তবে, টন ক্ষমতা যত বাড়াবেন, ততই তা ঠান্ডা বেশি করবে এবং দামও বেশি দিতে হবে। O Gernal, LLOYD-সহ বিভিন্ন সংস্থা বাজারে সেন্ট্রাল এসি বিক্রি করে।

তবে আপনি বাড়িতে সেন্ট্রাল এসি বসাতে গেলে একজন ইলেকট্রিশিয়ানের মতামত নিয়ে নেবেন সবার আগে। তিনি আপনাকে একটা সঠিক ভাবে জানাতে পারবেন যে, আপনার বাড়ির জন্য কতটা পাইপ এবং তারের প্রয়োজন হবে। সেই অনুযায়ী আপনি খরচের অঙ্কটাও অনুমান করে নিতে পারবেন।

সারা বাড়িতে এসি থাকলে তো গরমে ঘামার কোনো চিন্তাই আর থাকবে না। রান্না করুন কিংবা অন্য কাজ, সবই আপনার আরামদায়ক মনে হবে। তবে হ্যাঁ, বাড়ির বাইরে গেলে বা ছাদে গেলে কিন্তু সূর্য গায়ে ছ্যাকা দেবেই! তাই সবদিক ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নেবেন।

Scroll to Top