‘বিবিধের মাঝে দেখো মিলন মহান’! বিশ্বকাপে মন ছুঁয়েছে যে ছবি

বিশ্বজুড়ে এখন আবেগের মরশুম! আর এই আবেগের অপর এক নাম ফুটবল! চলছে কাতার বিশ্বকাপ। গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ফুটবলের মহাযজ্ঞ। বিশ্বের ৩২ টি দেশ যোগদান করেছে ফুটবলের এই উৎসবে। বিবিধ দেশ, বিবিধ সংস্কৃতি, বিবিধ আয়োজনের সমারহে বিশ্বের প্রতিটি মানুষ তাল মেলাচ্ছেন প্রিয় দলের সঙ্গে।

ফুটবলের মহাযজ্ঞ, অথচ সেখানে কোনও বিবিধের মাঝে মহা মিলনের চিত্র ফুটে উঠবে না, তা হয়?
গত ২২ নভেম্বর যখন সৌদি আরবের সবুজ মরু ঝড়ে, নীল সাদা আর্জেন্টাইন আকাশ ঢেকে যাচ্ছে, একের পর এক অফসাইড গোল দিয়ে যখন আর্জেন্টিনার সমর্থকদের মাঝে নেমে এসেছে বিষন্নতা, তখনই দেখা গেছে এক মনোরম দৃশ্য। আর সেই দৃশ্য ক্যামেরা বন্দী হতেই মুহূর্তে মন জয় করে নিয়েছে সকলের।

কি সেই দৃশ্য? সবুজ আরবীয় জনসমাগমের আবহে, এক টুকরো আর্জেন্টাইন নীল আকাশের সাদা মেঘের মত ছিল ছোট্ট ফুটফুটে শিশু। পরনে জার্সি দেখে বোঝাই যাচ্ছে, প্রিয় দলের জন্য উপস্থিত হয়েছে এই একরত্তিও। যখন আরব আর্জেন্টিনাকে ব্যর্থতার ভাঙ্গা কাঁচে দাঁড় করিয়ে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তেই সেই শিশু হাত বাড়িয়েছে পাশে বসে থাকা আরব সমর্থকের দিকে। মুহূর্তটিকে বন্দী করতে দেরি করেননি চিত্রগ্রাহক। এই ছবি দেখেই মন প্রশান্ত হয়েছে আর্জেন্টাইন সমর্থকদেরও। সত্যিই, অন্তত মানুষের মধ্যে যদি ভয়াবহ ঝড়ের পরেও নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখা যায়, তবে পৃথিবী বড় সুন্দর এবং স্বপ্নের বাস্তব রূপ হয়ে উঠবে!

Scroll to Top