BTS এবং একাধিক সংগীত শিল্পীদের পেছনে ফেলে সাফল্যের নয়া রেকর্ড গড়লেন অরিজিৎ সিং!

মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং(Arijit Singh)। সারারাত যে এবং দেশের তো বটেই, সারা বিশ্বজুড়েই তার অগণিত কোটি কোটি ভক্ত। একবার সামনে থেকে তার গান শুনে রাখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করতেও রাজি।

অরিজিৎ সিং ইকো পার্ক কনসার্ট (Arijit Singh eco park concert) নিয়ে সম্প্রতি বেশ কিছু চর্চা চলছে, অবশেষে এই কনসার্ট সরিয়ে নিয়ে যাওয়া হবে নিকো পার্কে।

চলতি বছরে কলকাতাতেই হতে চলেছে অরিজিৎ সিং এর কনসার্ট। হাজারো সিটের মাঝেও অনেকের সুযোগ হয়নি। হাজারো বিতর্ক আর মিডিয়ার ছোঁয়া থেকে নিজেকে সর্বদাই মুক্ত রাখতে চান অরিজিৎ সিং। তবে সম্প্রতি তার মুকুটে একটি নতুন পালক যুক্ত হল।

জনপ্রিয়তা নিরিখে নজির গড়লেন মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। স্পটিফাই(Spotify) আর্টিস্ট লিস্টে তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি। অরিজিতের ঠিক আগেই অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছেন পপ গায়ক জাস্টিন বিবার(Justin Bieber)। BTS এবং এমিনেমের আগেও জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং।

বর্তমানে স্পটিফাই তে অরিজিৎ সিং এর ফলোয়ার সংখ্যা 6 কোটি 61 লক্ষ। সাফল্যের এই নিরিখে খুশি অরিজিৎ সিং এর সমস্ত ভক্তরা।

অরিজিৎ সিং মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এর বাসিন্দা। সর্বদাই খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন তিনি। এলাকায় খুব কম দামের একটি স্কুটি নিয়ে ঘুরে বেড়ান তিনি। আচার-আচরণ, পোশাক এবং ব্যবহারে ও সাধারণ মানুষের ছোঁয়া। সম্প্রতি বাংলার একটি গান মাত্র এগারো টাকার বিনিময়ে গেয়েছেন তিনি। 2022 এর বহু বিখ্যাত গান তার গলাতেই সুর পেয়েছে। চলতি বছরের রিলিজ হতে যাওয়া পাঠান সিনেমাতে ও তার গাওয়া গান শোনা যাবে, যা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং আছে।

চলতি বছরের অরজিত সিং এর ইকো পার্কের কনসার্ট নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়। এই কনসার্টের সর্বোচ্চ টিকিটের দাম উঠেছিল ৭৫ হাজার টাকা। তবে ইকো পার্কে কনসার্ট চালানোর অনুমতি মেলেনি। উদ্যোক্তারা অন্য স্থানে এই কনসার্ট করার পরিকল্পনা করছেন।

Scroll to Top