বেশিদিন আগের কথা নয়, লিভিং পার্টনার শ্রদ্ধা কে খুন করে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির আফতাব পুনেওয়ালা। প্রেমিকা শ্রদ্ধার দেহকে ৩৫ টুকরো করে দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন তিনি। দেহের অংশগুলো ফ্রিজে সযত্নে রেখে দিয়েছিলেন। তারপর প্রতিদিন রাত্রে প্যাকেটে ভরে সেগুলি নিয়ে বের হতেন। দিল্লির বিভিন্ন প্রান্তে রাস্তাঘাটে সেই দেহাংশ গুলি ছড়িয়ে দিতেন আফতাব পুনেওয়ালা। খবরের চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায় সকলেই এই নৃসংস হত্যাকান্ড এবং আফতাব পুনেওয়ালার ব্যাপারে জানেন।
গ্রেপ্তার হবার পর থেকেই জেলে রয়েছেন তিনি। তবে ইদানিং ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছেন। দিল্লিতে শীতের পরিমাণ খুব বেশি। শীতে প্রবল কষ্ট পাচ্ছেন শ্রদ্ধার খুনি। বর্তমানে তার কাছে শীতের গরম পোশাক কেনার মত টাকা নেই। গ্রেপ্তার হবার পরেই তার ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছিল আদালতে। গরম পোশাক কিনতে সেই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ফেরত দেওয়ার জন্য আফতাব আবেদনের জানিয়েছেন আদালতের কাছে।
গত শুক্রবার দিল্লির মেট্রোপলিটন আদালতের তোলা হয় আফতাব পুণেওয়ালাকে। ১০ই জানুয়ারি পর্যন্ত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। ১০ই জানুয়ারি তাকে ফের আদালতে তোলা হবে। বিচারক অবিরল শুক্লার কাছে তিনি তার আইনজীবী এমএস খানের মাধ্যমে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ফিরিয়ে দেওয়ার আবেদন জানান।
কারণ হিসেবে তার আইনজীবী জানান, শীতে বড্ড কষ্ট পাচ্ছেন আফতাব। গরম পোশাক কেনার মতো টাকা পয়সা তার কাছে নেই। ব্যাংক থেকে তাকে টাকা তোলার সুযোগ করে দেওয়া হোক আদালতের পক্ষ থেকে।
গত বছরের মে মাসে তার আঠাশ বছরের প্রেমিকার দেহ 35 টুকরো করে দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন তিনি। তার প্রেমিকা শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় আফতাব কে। তারপর থেকেই জেলে রয়েছেন তিনি।
এদিকে তার শীতে কষ্ট পাওয়ার খবর এবং ক্রেডিট কার্ড ডেবিট, কার্ড ফেরত চাওয়ার খবর প্রকাশ্যে আসতেই একই সাথে হাসি এবং ঘৃণার রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকের বক্তব্য, তাকে যেন আরো কষ্ট দেওয়া হয়। যেভাবে তিনি একজন জলজ্যান্ত মানুষকে খুন করেছেন সেখানে এই শাস্তি কিছুই নয়। বহু মানুষ এখনো আফতাব এর ফাঁসির দাবি জানিয়ে আসছেন।