গোলাপ এমন একটি ফুল যা কম বেশি সবার প্রিয়। তেমন গন্ধযুক্ত নাহলেও বিভিন্ন রঙের গোলাপ মনকে ভীষণভাবে আকর্ষিত করে। গোলাপ ফুল দিয়ে কতকিছু হয়! বাড়ি সাজানো থেকে শুরু করে রূপচর্চা অবধি! গোলাপ জল যেমন সবার প্রিয় বিরিয়ানিতে মশলা হিসেবে ব্যবহার হয়, তেমনি রূপচর্চার ক্ষেত্রেও গোলাপ জল বহুল ব্যবহৃত। কিন্তু আপনি জানেন কি যে শুধু গোলাপ জলই নয় বরং গোলাপ তেলও হয় এবং যা অনেক কাজে লাগে! ঠিকই পড়েছেন আপনি, গোলাপ তেলের কথাই বলছি। আসুন বিস্তারিত জানা যাক।
গোলাপ তেলে স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। এতে আছে অ্যান্টিসেপ্টিক গুন যা আমাদের শরীরের ক্ষতস্থান সারিয়ে তুলতে সাহায্য করে। এই তেলে থাকা অ্যান্টিস্পাসমোডিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিফ্লোজিস্টিক এবং অ্যান্টিভাইরালসহ অনেক রকমের বৈশিষ্ট্য পাওয়া যায়। এখন প্রশ্ন উঠতেই পারে আপনার মনে যে এগুলি কিভাবে আমাদের উপকার করে? উত্তর রইলো নিচে-
১. গোলাপ তেল আপনার শরীরের বহু পুরোনো ব্যথাও সারিয়ে তুলতে সক্ষম। সব ধরনের ব্যথাতেই কার্যকরী এই গোলাপ তেল।
২. আজকের প্রজন্ম মানসিক সমস্যায় জর্জরিত। গোলাপ তেল আপনার মনেরও খেয়াল রাখতে সক্ষম। আপনি মানসিক যন্ত্রনায় থাকাকালীন গোলাপ তেল দিয়ে মাথায় মালিশ করলে শান্তি মেলে, মানসিক স্বাস্থ্য ভালো হয় ধীরে ধীরে।
৩. ক্ষতস্থান নিরাময়ে সক্ষম এই গোলাপ তেল।
৪. গবেষণা অনুযায়ী এই গোলাপ তেল নারী ও পুরুষ উভয়ের মধ্যেই যৌন ইচ্ছা বৃদ্ধি করে।
৫. রোগবহনকারী জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করে গোলাপ তেল।
উপকারের ব্যাপারে শুধু জানলেই তো হবেনা, ঠিকভাবে ব্যবহারও করতে হবে নইলে কোনো উপকারই পাবেন না আপনি! ব্যবহার পদ্ধতি জেনে নিন-
১. স্নানের সময় স্নানের জলে কয়েকফোঁটা গোলাপ তেল মিশিয়ে নিলে আপনার ত্বক উপকৃত হবে।
২. একটি পাত্রে হালকা গরম জল নিয়ে কয়েকফোঁটা গোলাপ তেল মিশিয়ে সেই জলে পায়ের স্ক্রাব করলে খুব সহজেই আপনার পা পরিষ্কার হবে, নরম হবে, আরাম পাবে।
৩. গোলাপ তেল অর্থাৎ গোলাপের গন্ধে ভরপুর এই তেল তাই এই তেল মাথায় মালিশ করলে মানসিক শান্তি আসে, আরাম মেলে।
৪. গোলাপ তেল দিয়ে শরীরের যে অংশে ব্যথা অনুভব করেন সেই অংশে রোজ মালিশ করলে ব্যথা শীঘ্রই দূরীভূত হবে।