বাস্তব, পরাবাস্তব এবং জাদু বাস্তবের বিষয়বস্তুর ওপর নির্মিত হতে চলেছে বাংলা ছবি ‘দাফান’

হাসপাতাল যাওয়ার পথে, এক অন্তঃসত্ত্বা মহিলা এবং তাঁর স্বামী কিছু আততায়ীদের হাতে অপহৃত হন। তাঁদের এম্বুলেন্সটি হাইজ্যাক করা হয়। তিন বন্দুকধারী দুষ্কৃতীর সঙ্গে যুক্ত ছিলেন একজন মহিলাও। তাঁদের উদ্যেশ্য, সরকারের কাছে তাঁদের প্রান্তিক জীবন সংগ্রাম তুলে ধরা। হয়ত এতক্ষণে অনেকেই শিউরে উঠেছেন এইটুকু পড়ে। বুঝে উঠতে পারছেন না, এমন ঘটনা কবে কোথায় ঘটল? আসলে এই ঘটনাটি এখনও ঘটেনি। ঘটানো হবে। রুপোলি পর্দায়। সুজয় পাল এবং অংশুমান বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি ‘দাফান’। সেই ছবির প্রেক্ষাপটের বিষয়বস্তুটিরই সামান্য আভাস দেওয়া হল আপনাদেরকে।

ছবিটি ভারত বাংলাদেশের ‘নো ম্যানস ল্যান্ড’ অর্থাৎ “ছিটমহল”কে কেন্দ্র করে বানাতে চলেছেন এই পরিচালক জুটি। সেখানকারই জনজাতিদের অসহায়তা, কোণঠাসা হয়ে পড়ে থাকার জীবন সংগ্রাম, অপ্রাপ্তি, শোষিত হওয়ার করুন যাপনকে উপজীব্য করে তুলবেন সুজয় এবং অংশুমান তাঁদের ছবিতে। ভারত বাংলাদেশের পটভূমিতে কেন্দ্র করে আগেও ছবি নির্মাণ করেছেন অনেক পরিচালক। কিন্তু ‘নো ম্যানস ল্যান্ড’ এর মানুষজনের জীবন নিয়ে, সেভাবে কোনও ছবি তৈরি হয়নি। এই অঞ্চলের জনজাতি, না ভারতের, না বাংলাদেশের। মাঝামাঝি এমন একটি স্থানে অবস্থান করেন যে কোনও দেশের নাগরিক হিসেবেই তাঁরা সামান্য স্বীকৃতিটুকু পাননি। তাই তাঁদের কথা ভাবেনি কেউ। ভাবলেন এই পরিচালকদ্বয়। তাঁদের মাধ্যমেই এবার ভেবে উঠবে সমাজ।

সম্প্রতি মুক্তি পেয়েছে চরিত্রদের প্রথম ঝলক। অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তাঁর স্বামীর ভূমিকায় রয়েছেন অনুষ্কা চক্রবর্তী এবং অনুভব কাঞ্জিলাল। গুরুত্বপূর্ন ভূমিকায় রয়েছেন টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ অঙ্কিতা চক্রবর্তী, দেবেশ রায়চৌধুরী প্রমুখ। ‘ওশানিক মিডিয়া সলিউশন্স অ্যান্ড মোজোটেল এন্টারটেনমেন্টস’-এর প্রযোজনায় তৈরি এই থ্রিলারধর্মী ছবিটিতে একাধিক ঘাত প্রতিঘাতের সঙ্গে থাকবে বাস্তব, পরাবাস্তব, এবং জাদু বাস্তবের সংমিশ্রণ। নির্মাতারা আশাবাদী, এমন উপস্থাপনা দর্শকদের প্রভাবিত করবেই। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ছবির শুটিং।

Scroll to Top