আগামী সপ্তাহে ব্যাঙ্ক বন্ধ থাকবে বেশ কয়েকটা দিন। কোন কোন দিন সেটা আগে জেনে নিন যাতে পরে সমস্যাতে না পড়তে হয়! জানুন বিশদে।

ছুটির তালিকা অনুসারে পুরো ভারতে আগামী সপ্তাহে পাঁচদিন ছুটি আছে। পুরো ভারতের প্রতিটি ব্যাঙ্ক এই পাঁচদিন বন্ধ থাকবে। যাতে পরে কোনো সমস্যাতে না পরতে হয় তাই জেনে নিন ছুটির দিনগুলি সম্পর্কে। যদি আগামী সপ্তাহে আপনি ব্যাঙ্কে কোনো কাজ করতে যাবেন ভাবেন তাহলে সেই কাজ সম্ভব হলে আজকেই সেরে ফেলুন। এটা ঠিক যে পুরো ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে এই কদিন তবে বাংলাতে সব দিনগুলোতে ব্যাঙ্ক বন্ধ না থাকতেও পারে। জানুন বিশদে।


RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) দেশের প্রত্যেকটি অর্থনৈতিক সংস্থার কার্যপ্রণালী পরিচালনা করে। দেশের সর্বোচ্চ এই ব্যাঙ্ক বছরের শুরুতেই জানিয়ে দেয় যে কোথায় কোথায় কবে কবে ব্যাংক বন্ধ থাকবে! ছুটির তালিকা বছরের শুরুতেই জানিয়ে দিলে ব্যাঙ্ককর্মীদের তথা সাধারণ মানুষের অনেক সুবিধা হয়। অঞ্চল ও শহরবিশেষে ছুটির দিন ভিন্ন হয় কারণ কোনো অঞ্চলে বা শহরে কোনো জাতীয় উৎসবের জেরে ছুটি ঘোষণা হলেও গোটা ভারতে তা কার্যকরী হয়না আবার কিছু ছুটি সারা দেশেই পালিত হয়। তাহলে আসুন আর দেরি না করে আগামী সপ্তাহের ছুটির দিনগুলো সম্পর্কে জানা যাক!


১. ২৩শে জানুয়ারি, ২০২৩(সোমবার):- এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সারা ভারত জুড়ে কারণ সেদিন আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের (Netaji Subhas Chandra Bose) জন্মদিন। আমাদের দেশনায়কের জন্মদিন উপলক্ষে সেদিন সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।


২. ২৫শে জানুয়ারি, ২০২৩(বুধবার):- এই দিন শুধু হিমাচল প্রদেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ কারণ সেদিন ওখানে রাজ্য দিবস অর্থাৎ জাতীয় ছুটি। তাই সেদিন হিমাচল প্রদেশের সব ব্যাঙ্ক বন্ধ।


৩. ২৬শে জানুয়ারি, ২০২৩(বৃহস্পতিবার):- সারাদেশে এই দিন ব্যাঙ্ক বন্ধ কারণ সেদিন প্রজাতন্ত্র দিবস (Republic Day) অর্থাৎ এই দিন আমাদের স্বাধীন ভারতের প্রজাতন্ত্র স্থাপনা করা হয়।


৪. ২৮শে জানুয়ারি, ২০২৩(শনিবার):- RBI এর নিয়ম অনুযায়ী ওইদিন চতুর্থ শনিবার হওয়ার জন্য ছুটি সারাদেশের সব ব্যাঙ্কে।


৫. ২৯শে জানুয়ারি, ২০২৩(রবিবার):- সাপ্তাহিক ছুটির দিন তাই বোঝাই যাচ্ছে যে কেন ছুটি!


অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কলকাতাতে তথা পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহে তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ভয় পাবার কিছু নেই কারণ অনলাইনে সমস্ত পরিষেবা সচল ভাবেই বজায় থাকবে। এটিএমও (ATM) খোলা থাকবে। খুব একটা অসুবিধা তাই গ্রাহকদের হবেনা বলেই আশা করা যায়।

Scroll to Top