হাওড়ার স্টেশনে ঢুকলো বাংলা প্রথম ‘বন্দে ভারত’! জেনে নিন খুঁটিনাটি!

আমাদের ভারতের গর্ব ‘বন্দে ভারত’ (Vande Bharat)! একটি নতুন এক্সপ্রেস ট্রেন (Express Train) যা তাবড় তাবড় গতির সুপারফাস্ট ট্রেনকেও (Superfast Train) টেক্কা দেবে। চলতি বছরের স্বাধীনতা দিবসে (Independence Day) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী বছরের মধ্যে ভারতে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শুরু হবে।


বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বাংলার বুকে প্রথম ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন পথ চলা শুরু করলো। এই এক্সপ্রেস হাওড়া (Howrah) থেকে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) পর্যন্ত চলবে। তথ্য অনুযায়ী আগামী ৩০শে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন।
সুত্র অনুযায়ী, খুব শীঘ্রই নতুন এই এক্সপ্রেস ‘বন্দে ভারত’ (Vande Bharat) মাত্র আটঘন্টায় হাওড়া থেকে শিলিগুড়ি যাতায়াত করবে। এই উপলক্ষে ইতিমধ্যেই একটি ওয়্যারহাউস (Warehouse) তৈরি করা হয়েছে হাওড়ায়। ইতিমধ্যেই ‘বন্দে ভারত’ হাওড়াতে এসে পৌঁছেছে। ট্রেনটি ভোর তিনটের সময় হাওড়াতে পৌঁছে গেছে বলেই জানা যাচ্ছে।


এই ট্রেনের অন্দরসজ্জা রীতিমতো চোখ জ্বলসে যাবার মতো! বন্দে ভারতের অন্দরসজ্জা বিমানের অন্দরসজ্জাকেও হার মানাবে! কী কী আছে সেখানে? হাতলযুক্ত চেয়ার, বড়ো বড়ো জানলা, লম্বা লেগ রুম, বিলাসবহুল আরো অনেক কারুকার্য। এছাড়াও যাত্রীদের জন্য রয়েছে সিটের পেছনে নেটের ব্যাগ ও যাত্রীর খাওয়া দাওয়া করার সুবিধা। সিটের গদি বিশেষভাবে আরামদায়ক (Comfortable) করা হয়েছে। এছাড়াও যাত্রীদের জন্য সবসময় থাকবেন ট্রেন সেবিকা (Train Hostess) বিমানের মতোই এবং ক্যাটারিং (Catering) এর ব্যবস্থাও থাকবে। এছাড়াও থাকবে ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা! চোখের ক্ষতি যাতে না হয় তার জন্য থাকবে ‘রিডিং লাইট’ এর ব্যবস্থা।


দরজাগুলি হবে স্বয়ংক্রিয় (Automatic)! নিরাপত্তার (Security) জন্য থাকছে স্মোক অ্যালার্ম (Smoke Alarm) ও সিসিটিভি (CCTV)। সিটের পাশে জল রাখার জায়গা ও ব্যাগ রাখার আলাদা জায়গাও থাকবে। সেন্সরের (Sensor) মাধ্যমে চলবে জলের ট্যাপ, নিজে থেকে পরিষ্কার হবে বাথরুম ও সুগন্ধিও ছড়াবে। পায়ের আরামের জন্য জায়গা থাকবে এবং সিটগুলি ঘোরানো (Rotating Seat) যাবে ইচ্ছেমতো।

Scroll to Top