Bottle Cleaning Tips: ভালো ভাবে পরিষ্কার করে ধুয়েও জলের বোতলের দুর্গন্ধ যাচ্ছে না? হাতের কাছেই রয়েছে সমাধান। জানুন টিপস।

আমাদের বাঙালিদের কোন রোগ সবথেকে বেশি বলুন তো? উত্তর হলো পেটের রোগ। আর এই গরমের জন্য তার হয়েছে বাড়বাড়ন্ত। ডাক্তাররা তো বলছেন ফুটিয়ে জল খেলেই অবসান হবে সব পেটের রোগের কিন্তু এই গরমের মধ্যে ফোটানো জল? সম্ভব না! অনেকে জল ফুটিয়ে খেলেও সুরাহা পান না।

বোতলটা রোজ দিন পরিষ্কার করলে অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন আপনি কারণ নিয়মিত পরিষ্কার না করলে বোতল হয়ে ওঠে জীবাণুর আতুঁড়ঘর। এবার আপনি ফুটিয়ে সেই বোতলের জলই খাচ্ছেন, তাই উপকার কিছু হচ্ছে না তাতে। তাই আজ বোতল ভালো করে পরিষ্কার করার টিপস্ নিয়ে এলাম আমরা। কারণ এটি অনেকের কাছেই ঝামেলার কাজ মনে হয়। কিভাবে সহজেই বোতল পরিষ্কার করতে পারবেন জেনে নিন।

ভিনিগারই সমাধান:
প্রায় প্রত্যেক বাড়ির রান্নাঘরেই বর্তমানে ভিনিগার থাকে। দোকান থেকে সলিউশন নামের একটি জিনিস কিনে এনে ভিনিগারের সঙ্গে মিশিয়ে বোতলে ভরে রাখুন। সারারাত রাখতে পারলে বেশি কার্যকরী হবে। ভিনিগার বোতলের দুর্গন্ধ ময়লা এবং জীবাণু নষ্ট করে। তবে হ্যাঁ, বোতল ব্যবহার আগে গরম জলে অবশ্যই ভাল করে ধুয়ে নিতে হবে। নয়তো জল থেকে ভিনিগার এবং সলিউশনের গন্ধ বেরোতে পারে।

বেকিং সোডা:
রান্নায় ব্যবহার করা থেকে বোতল পরিষ্কার— সবেতেই বেকিং সোডার ভূমিকা রয়েছে। বেকিং সোডার সঙ্গে লেবুর রস এবং অল্প জল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি বোতলে ভরে ২০-২৫ মিনিট রাখুন। ধোয়ার আগে ভাল করে ঝাঁকিয়ে নিন। তার পর ধুয়ে ফেলুন। তারপর দেখুন ম্যাজিক! সপ্তাহে এক বার পরিষ্কার করলেই যথেষ্ট এইভাবে।

লেবু ও নিম জল:
লেবু কুচি এবং নিমপাতা একসঙ্গে ফুটিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি বোতলে ভরে ঘণ্টাখানেক রেখে দিন। তার পর ভাল করে ঝাঁকিয়ে ধুয়ে ফেলুন। বোতলের গায়ে লেগে থাকা যাবতীয় ময়লা এবং দুর্গন্ধ দূর হবে। বোতলে নতুন করে জল ভরার আগে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন।

গরম জল এবং তরল সাবান:
শুধু বাসন মাজা নয়, জলের বোতল পরিষ্কার করারও অন্যতম উপায় হল গরম জল এবং তরল সাবান ব্যবহার করা। গরম জলের সঙ্গে তরল সাবান মিশিয়ে নিলে বোতল খুব ভালো পরিষ্কার হবে। গরম জলের সঙ্গে কয়েক ফোঁটা তরল সাবান এবং নুন মিশিয়ে নিন। বোতল পরিষ্কার হবে আর জীবাণুমুক্তও হবে।

Scroll to Top